1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশ জামাতে ইসলামী অন্যতম সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্মী বৈঠক হরিপুর সীমান্তে ১৪ বাংলাদেশী অনুপ্রবেশের সময় আ,ট,ক বগুড়ায় গরুর খাবারে বিষ মিশিয়ে ৩টি গরু হত্যা গফরগাঁও উপজেলা রসুলপুর ইউনিয়নে জমি দখল ও চাঁদা দাবিতে ভাঙচুরের অভিযোগ সেনবাগ ইউএনও মোঃ মহিউদ্দিনের শেষ কর্মদিবস পলাশে উৎসর্গ ফাউন্ডেশন আয়োজিত ফ্রী ব্লাডগ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত শান্তিগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আনোয়ার হোসেনের গণ সংযোগ বিরোধ কমাতে ভুমি ব্যবস্হাপনাকে ডিজিটালাইজ করা হচ্ছে আলি ইমাম মজুমদার তালা উপজেলার খলিষখালী ইউনিয়নে ভি ডব্লিউ বি কার্ডের ৩০ কেজি চাউল বিতারন ওয়াজেদ হত্যা মামলার দুই আসামী গ্রেফতার

দেবিদ্বারে জোরপূর্বক ফসলি জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

সাকিবুল হাছান মিনহাজ উপজেলা প্রতিনিধিঃ দেবিদ্বার
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

দেবিদ্বারে জোরপূর্বক ফসলি জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

সাকিবুল হাছান মিনহাজ উপজেলা প্রতিনিধিঃ দেবিদ্বার

দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবে উপজেলার বারেরারচর গ্রামের (আলম সরকারের বাড়ি) সুলতান আহমেদের জোরপূর্বক ফসলি কৃষি জমি বহিরাগত সন্ত্রাসী দিয়ে জবরদখল ও প্রাণনাশের হুমকি প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী সুলতান আহমেদে ও তার ছোট ভাই আনোয়ার হোসেন ও তাহার পুত্র মামুন সরকার।

উক্ত সাংবাদিক সম্মেলনের বক্তব্যে ভুক্তভোগী সুলতান আহমেদ বলেন, পৈত্রিক সূত্রে তিনি এই জমির মালিক আর এস খতিয়ান নং ৭৪ এর ১৯৮৪ নং দাগের ১৪ শতাংশ কৃষি জমিটি তিনি পারিবারিক আপোস বন্টনে ২০০৮ সাল থেকেই শান্তিপূর্ণ ভাবেই ভোগ দখল করে আসছেন। তিনি প্রতি বছরের ন্যায় এবারো গত ১৫ই মে ধানের চারা রোপণ করেন। কিন্তু গত ২২ মে মৃত জালাল সরকারের পুত্র শাহজাহান সরকার জোরপূর্বক বহিরাগত সন্ত্রাসী নিয়ে এসে ট্রাক্টর দিয়ে চাষ করে নতুন করে ধানের চারা রোপণ করে জবর দখল করে নেয়। এ সময় সুলতান আহমেদ প্রতিপক্ষকে বাঁধা প্রদান করলে প্রতিপক্ষ শাহজাহান সরকার তাকে জমির আশেপাশে গেলে প্রাণনাশের হুমকি প্রদান করেন।

পরবর্তীতে সুলতান আহমেদ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শে গত ২৬ শে মে দেবিদ্বার থানায় একটি অভিযোগ দায়ের করেন। অদ্য দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক সম্মেলনে সুলতান আহমেদ তার বক্তব্যের শেষ মূহুর্তে বলেন, ঘটনা তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন।

এ বিষয়ে অভিযুক্ত শাহজাহান সরকার বলেন, জমিটি তিনি পৈত্রিক সূত্রে মালিক। বি এস খতিয়ান দাগ নং ৮৪৭৩ জমিটি উনার, তাছাড়াও তারই আপন দাদী এ জমিটি তাকে লিখে দিয়েছেন বলেন জানান। এই জমিটি সহ আরোও কিছু জমি দীর্ঘদিন ধরে শাহজাহান সরকার চাষাবাদ করে আসছেন ।
তিনি আরোও বলেন, জমিতে ফসল লাগানোর জন্য শাহজাহান সরকারের মা, বউ ও পাঁচজন কাজের লোক মিলে মোট সাতজন ছিলো। যা অভিযোগকারীরা বহিরাগত দখল বলে আখ্যায়িত করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট