মাদারীপুরে শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া মাহফিল ও অনুষ্ঠিত।
জহিরুল ইসলাম হৃদয় মাদারীপুর জেলা প্রতিনিধি।
মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মাদারীপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ মে) সকাল ১০টায় পৌরসভা কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. মো. জাফর আলী মিয়ার সভাপতিত্বে এবং সদস্যসচিব জাহান্দার আলী জাহানের সঞ্চালনায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং ছাত্রদল সহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন, এসময় নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন।