বরিশালে ফের ডিভাইডারে উঠিয়ে দিলো বাস।
মোঃ নুরে আলম, বরিশাল জেলা প্রতিনিধি।
ঢাকা বরিশাল মহাসড়কে নথুল্লাবাদ ব্রিজ এর সামনে স্বপ্ন সুপার শপের অপজিটে রোড ডিভাইডার এর উপরে ইউনিক পরিবহনের একটি বাস উঠিয়ে দেয়। ঘটনাস্থলে কোন হতাহতের ঘটনা ঘটে নি।বেশ কিছুদিন আগে হাতেম আলী চৌমাথা ব্রিজের সামনে একটি প্রাইভেট কার ডিভাইডারের উপরে উঠিয়ে দিয়েছিল।
আজ রাত আনুমানিক ৯ টা ২০ মিনিটের দিকে ইউনিক পরিবহন ডিবেটের উপরে উঠিয়ে দেয়। ঢাকা বরিশাল মহাসড়ক নতুল্লাবাদ ও চৌমাথা সি,এন্ড,বি রোডে পর্যাপ্ত পরিমাণ আলো না থাকায় প্রায়ই কোন না কোন সড়ক দুর্ঘটনা ঘটে চলেছে। বরিশাল নথুল্লাবাদ প্রচুর যানজট থাকায় যানজট শেষ হওয়ার সাথে সাথেই বিভিন্ন গাড়ি অটোরিকশা বেপরোয়া গতিতে ছুটে চলে তারই জন্য প্রায়ই এরকম ঘটনা ঘটে। স্থানীয়দের কাছ থেকে জানা যায় পরিবহন বেপরোয়া গতিতে ছুটে আসে এবং পর্যাপ্ত আলো না দেখে গাড়ি চালিয়ে যাওয়ার সময় ডিভাইডারের উপরে গাড়ি উঠিয়ে দেয়। পরে স্থানীয়রা পুলিশে ফোন দিয়ে ও উপস্থিত ট্রাফিক পুলিশের সহযোগিতায় রেকার লাগিয়ে ইউনিক পরিবহনটিকে নিরাপদ স্থানে আনতে পারে, স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় তারা এই সমস্যার দ্রুত সমাধান চায় সাথে সাথে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে অনুরোধ জানাই। যাতে এরকম সমস্যা সম্মুখীন না হতে হয় কোন প্রাণ না ঝরে যায় তার দিকে দৃষ্টি আকর্ষণ করতে বলেছে প্রশাসনকে।