পাবনার স্টেডিয়াম ও সুইমিংপুল আবারও পূর্ব নামে ফিরলো
আলমগীর কবীর হৃদয় (পাবনা জেলা বিশেষ প্রতিনিধি)
কিছুদিন আগে হঠাৎ করেই পাবনার শহীদ আমিনউদ্দিন স্টেডিয়াম এবং রফিকুল ইসলাম বকুল সুইমিংপুলের নাম পরিবর্তন করে পাবনা জেলা স্টেডিয়াম ও জেলা সুইমিংপুল করা হয়। যা পাবনার সুশীল সমাজ সহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়, সামাজিক যোগাযোগ মাধ্যামে সমালোচনার ঝড় ওঠে বাঙালী জাতীর সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল এর নাম এবং শহীদ এ্যাডভোকেট আমিনউদ্দিন এর নাম পরিবর্তন করায়। তারই ফলশ্রুতিতে
জাতীয় ক্রীড়া পরিষদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ৩৪.০৩.০০০০.০০৫.১৩.০৮.২০২৪-৪৭৩ নং স্মারকে ২৮ মে ২০২৫ তারিখে মোঃ আমিনুল ইসলাম, এনডিসি সচিব (যুগ্ম সচিব) স্বাক্ষরিত পত্রে
জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক নির্মিত ক্রীড়া স্থাপনার নামকরণ সংক্রান্ত বিষয়ের চিঠিতে
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক নির্মিত ক্রীড়া স্থাপনার নামকরণ নিম্নরুপে নির্দেশক্রমে নির্ধারণ করা হলো পাবনা সদর পাবনা জেলার স্টেডিয়াম
শহীদ এ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়াম এবং রফিকুল ইসলাম বকুল সুইমিংপুল নামকরণ করা হয়েছে
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। মর্মে উল্লেখ রয়েছে এই নির্দেশনা পত্রের মধ্যে দিয়ে পাবনা স্টেডিয়াম ও সুইমিংপুল আবারও পূর্ব নামে বহাল হলো। এই আদেশের ফলে আবারও পূর্ব নামে ফিরলো পাবনার স্টেডিয়াম ও সুইমিংপুলের নাম এই সংবাদে পাবনার সুশীল সমাজ ও পাবনার সাধারণ মানুষ উচ্ছ্বসিত।