ধীপুরে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
(মুন্সীগঞ্জ) প্রতিনিধি: হোসাইন হাওলাদার
টঙ্গীবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শুক্রবার (৩০ মে) আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বিভিন্ন এলাকায় আয়োজিত দোয়া মাহফিল আলোচনা সভায় অংশগ্রহণ করেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা,
বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক, সহ সভাপতি আকতার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন।
উপজেলার ধীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ধীপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শহীদ মজুমদার, টঙ্গিবাড়ী উপজেলা কৃষকদলের সভাপতি আমিনুল ইসলাম তালুকদার, সহ সভাপতি হালিম বেপারী, সাধারণ সম্পাদক কাদের পারভেজ ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন মাদবর, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত মাহমুদ, ধীপুর ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন শেখ, সাধারণ সম্পাদক মনসুর ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক পিয়ার শেখ, সাংগঠনিক সম্পাদক শাহ আলম শেখ, টঙ্গিবাড়ী উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির বেপারী, ধীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাক্কু শেখ
সহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন টঙ্গিবাড়ী উপজেলা কৃষকদলের সহ সভাপতি দেলোয়ার হোসেন মোল্লা।
সভায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের জীবনাদর্শ, দেশপ্রেম ও আত্মত্যাগের কথা তুলে ধরে বর্তমান প্রজন্মকে সে চেতনায় উজ্জীবিত হওয়ার আহবান জানান।