কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক ছাত্রনেতাদের দাবি
আরিফুর রহমান তীব্র ,সদর উপজেলা প্রতিনিধি লক্ষ্মীপুর।
লক্ষ্মীপুর সদর উপজেলার ১০নং চন্দ্রগন্জ ইউনিয়ন বিএনপির আগামী সম্মেলনকে ঘিরে দলীয় কার্যক্রম এখন জোরদার,এ প্রেক্ষাপটে ১০নং চন্দ্রগন্জ ইউনিয়ন বিএনপি ‘র সাধারণ সম্পাদক পদপ্রার্থী,
তোফাজ্জল হোসেন সবুজকে সাধারণ সম্পাদক করে ইউনিয়ন বিএনপির কমিটি দেওয়ার জন্য লক্ষ্মীপুর সদর (৩) আসনের গণমানুষের নেতা সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে আহ্বান জানিয়েছেন সাবেক এই ছাত্রনেতারা।
এইসময়ে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাএদলের সাবেক ছাএনেতা মেহেদী হাসান বলেন তোফাজ্জল হোসেন সবুজ রাজপথের পরীক্ষিত সৈনিক, সংগঠনের দুর্দিনের সাথি,কর্মীদের সুখ-দুঃখের বিশ্বস্ত ভরসা, তোফাজ্জল হোসেন সবুজ শুধু একজন নেতা নন,বরং একজন আদর্শবান সংগঠন, যে বিএনপির চেতনাকে বুকে ধারন করে সবসময় এগিয়ে গেছেন মাঠে -ময়দানে,রাজনীতিতে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা, নেতৃত্বগুন ও মানবিকতা তাকে করেছে ছাএসমাজের প্রিয় মুখ।
আরেফিন আসলাম আরিফ বলেন তোফাজ্জল হোসেন সবুজ সে শুধু দায়িত্ব নয়,নিয়ে আসবে ঐক্য ও সংগঠনের নতুন দিকনির্দেশনা।মো:জসিম বলেন তোফাজ্জল হোসেন সবুজ ছাএ রাজনৈতি থেকে উঠে আসা, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে নিবিড়ভাবে জড়িত, ক্লিন ইমেজের অধিকারী এই সাবেক ছাএনেতা রাজনীতিতে সততা, সাংগঠনিক দক্ষতা ও ত্যাগের পরিচয় দিয়েছেন বিভিন্ন সময়।মো: মনির হোসেন বলেন,১৭ বছরের কঠিন সময়ে বিএনপির দুঃসময়ে অটল থেকে জনগণের পাশে থেকে নিজেকে একজন সত্যিকারের জননেতায় পরিণত করেছেন।সাইফুল ইসলাম মনু বলেন,চন্দ্রগন্জ ইউনিয়নের প্রতিটি সংকটের সময় তোফাজ্জল হোসেন সবুজ ছিলেন মানুষের সঙ্গে,মানুষের পাশে,সাদ্দাম পাটোয়ারী বলেন,তোফাজ্জল হোসেন সবুজ শপথ নিয়েছেন, তিনি চন্দ্রগন্জ ইউনিয়নের প্রতিটি মানুষকে সঙ্গে নিয়ে একটি উন্নত সমৃদ্ধ এবং মানবিক ইউনিয়ন গড়ে তুলবেন।
তার পিতা মরহুম তোফায়েল আহম্মেদ একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং তিনি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তোফাজ্জল হোসেন সবুজ বলেন আপনাদের ভালোবাসা, দোয়া ও সমর্থন পেলে,ইনশাআল্লাহ আমি এই দায়িত্বকে যথাযথভাবে পালন করবো,এবং সংগঠনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আপ্রাণ চেষ্টা করবো। দুঃসময়ে সাহস, সংগ্রামে নেতৃত্ব এই হোক আমাদের পরিচয়।