1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৮:১১ অপরাহ্ন
সর্বশেষ :

আঙ্গুর ফল চাষে সফলতার মুখ দেখলন “সুমন আহমেদ”।

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

আঙ্গুর ফল চাষে সফলতার মুখ দেখলন
“সুমন আহমেদ”।

মো: মাহবুবুল আলম, উপজেলা প্রতিনিধি

, ময়মনসিংহ।
ভালুকা থানার, উথরা ইউনিয়নের কৈয়াদি গ্রামের বাসিন্দা সুমন আহমেদ। সুমন অনার্স তৃতীয় বর্ষের একজন ছাত্র। ২০২২ সালে বাড়ির পাশে সাত শতাংশ জমিতে পরীক্ষামূলকভাবে আঙ্গুর চাষ শুরু করেন। ২০২৪ সালে বাগানে আঙ্গুর ফলে পরিপূর্ণ হয়ে যায় কিন্তু দুর্ভাগ্যবশত আঙ্গুলগুলো মিষ্টি না হয়ে টক হয়। হতাশ হয়ে সুমন সব গুলো আঙুর গাছ কেটে ফেলে। ২০২৪ সালে আবার নতুন করে ভাল ১৩ টি জাতের আঙ্গুর ফলের চারা রোপন করেন।বছর ঘুরতেই সুমনের বাগানে আঙ্গুর ফল ধরতে থাকে। এ বছরের শুরুতেই বাগানটিতে ফলে পরিপূর্ণ হয়ে যায়। সবুজ আঙ্গুর পেঁকে লাল হতে থাকে। সুমন খুঁজে পায় তার সফলতর পথ। বাগানটিতে থোকায় থোকায় ঝুলছে মিষ্টি ময় রসালো আঙ্গুর ফল। এ পর্যন্ত সুমন ৪০০ থেকে ৪৫০ টাকা দরে বাগান থেকেই বিক্রি করেছেন প্রায় ১৫০ কেজি আঙ্গুর। সুমনের এই আঙ্গুর ফলের বাগান দেখতে আসছেন নানা পেশার মানুষ। সুমন ও আনন্দ চিত্তে তার হাতে গড়া বাগান থেকে মানুষকে আঙ্গুর ফল খেতে দিচ্ছেন। নতুন করে প্রায় ৫০০টি চারা তৈরি করেছেন বিক্রির জন্য। শখের বসে বাগান করে এমন সফলতায় সুমনের প্রশংসা গ্রাম জুড়ে। তার এই সফলতার জন্য সৃষ্টিকর্তার প্রতি সে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট