1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
পত্নীতলায় নেচে গেয়ে কারাম উদযাপন রাজশাহী’তে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে-মানববন্ধন আগুনে ছাই গাজীপুর চৌরাস্তা কাঁচাবাজার অগ্নিকাণ্ডে জীবিকার স্বপ্ন হারালেন শতাধিক ব্যবসায়ী পরিবার শ্যামনগরে জেলা প্রশাসকের নানাবিধ উন্নয়ন কাজের উদ্বোধন ভাঙ্গা-ফরিদপুর মহাসড়ক যেন মৃত্যুফাঁদ লালমনিরহাট পাটগ্রাম উপজেলায় পাটগ্রাম বাজারে যানজটে ভুগতেছেন সাধারণ মানুষ রংপুরের পীরগাছায় পুকুরে গোসল ও খেলতে নেমে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু রায়পুরায় আব্দুল করিম রুমান এ-র পিএইচডি ডিগ্রী অর্জন বগুড়ায় সাত বছরের সাজাপ্রাপ্ত পেশাদার মাদক ব্যবসায়ী বন্যা গ্রেপ্তার বগুড়ায় ভাতিজার চাকুর আঘাতে চাচা গুরুতর আহত

আখাউড়ায় এক প্রতারক গ্রে*ফতার

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

আখাউড়ায় এক প্রতারক গ্রে*ফতার

মোঃরইজ উদ্দিন গোলাম রসুল

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভুয়া সেনা কর্মকর্তা পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে কাইয়ুম চৌধুরী (৩৫) নামে এক প্রতারকে গ্রেফতার হয়েছে। আটক কাইয়ুম চৌধুরী (৩৫) আখাউড়া পৌরসভার নারায়ানপুর এলাকার মৃত বারেক চৌধুরীর ছেলে। পেশায় একজন অটোরিকশা চালক।

বৃহস্পতিবার দুপুরের দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ছমিউদ্দিন।

বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষধের স্মৃতি সৌধের পাশ থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গত ২৭ মে বেলা ১২টার দিকে রাধানগরের বাসিন্দা মোঃ আলমগীর হোসেনকে মোবাইলে ফোন করে নিজেকে আখাউড়া আর্মি ক্যাম্পের সেনা কর্মকর্তা পরিচয় দেয় কাইয়ুম চৌধুরী। আলমগীর হোসেনের স্ত্রী তার বিরুদ্ধে সেনা ক্যাম্পে অভিযোগ দিয়েছে বলে দ্রুত দেখা করতে বলে প্রতারক কাইয়ুম। ওইদিন সন্ধ্যায় আবারও ফোন দিয়ে বলে দেখা না করলে তুলে নিয়ে রিমান্ড দেওয়া হবে।

গত বুধবার সন্ধ্যার দিকে আলমগীর হোসেনকে আখাউড়া উপজেলা মাঠে স্মৃতিশোধের পাশে দেখা করতে বলে ওই প্রতারক। আলমগীর হোসেন যথাসময়ে সেখানে গেলে ভুয়া সেনা কর্মকর্তা আলমগীরকে ভয়ভীতি দেখিয়ে ২০ হাজার টাকা দাবি করে। একপর্যায়ে আলমগীর হোসেন ভয়ে কান্নাকাটি শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। তখন প্রতারক কাইয়ুম পালানোর চেষ্টা করে।
শোরগোল শুনে কয়েকজন সেনা সদস্যও এগিয়ে আসে। পরে স্থানীয়রা তাকে আটক করে থানায় সোপর্দ করে। পরে ভুক্তভোগী আলমগীর হোসেন বাদী হয়ে আখাউড়া থানায় মামলা দায়ের করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাইয়ুম ভুয়া সেনা কর্মকর্তা ও সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা দাবি করার কথা স্বীকার করে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ছমি উদ্দিন বলেন, প্রতারক কাইয়ুমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তার বিরুদ্ধে আরও কোনো প্রতারণার অভিযোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট