ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেন রশিদ
সহ ২১ জনের নামে অভিযোগ জমা ।
স্টাফ রিপোর্টার
আদিলুর রহমান গফরগাঁও ময়মনসিংহ।
ময়মনসিংহের এডিশনাল এসপি মোহাইমেনুল রশিদ,
সাবেক দুই পুলিশ সুপার,সাবেক তিন ওসি ও ৫ জন এসআই, ৪ জন আওয়ামীলীগ নেতাসহ ২১ জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও প্রধান উপদেষ্টা বরাবর একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন ঢাকা জজকোর্টের সিনিয়র আইনজীবি সাদেকুল ইসলাম ।
ডিবি পুলিশের আয়নাঘরের নির্যাতনের বর্ণনা দিলেন সৌরভ শিরোনামে একটি ভিডিও ভাইরাল হয় । সৌরভ ময়মনসিংহ রেলীরমোড় এলাকার বিএনপি পরিবারের সদস্য । সাবেক মন্ত্রী শরীফের পিএস সৌরভ। তাকে না ধরে এই সৌরভকে ধরে নিয়ে তার গোপনাঙ্গে, কানে কারেন্টের ক্লিপ লাগিয়ে শর্ট দিয়ে নির্যাতন করে মোহাইমেনুল রশিদ যা ভিডিও বক্তব্য দেখা যায় । মোহাইমেনুল রশিদ আওয়ামীলীগের শাসনআমলে বিএনপি,জামাতকে নির্যাতন, নিপীড়ন চালায় । সুত্র জানায় সে সাবেক ছাত্রলীগ নেতা হওয়াতে তার দাপট ছিলো সর্ব্বোচ । শেখ হাসিনার পতনের পর গত ২০২৪ সালের ২৪ অক্টোবরে সিআইডিতে বদলী করে পুলিশ হেডকোয়াটার । যার বিপি নং- ৮৭১২১৪৭৬৬৫- গত বিদায়ী ডিআইজি বদলীর আদেশ স্থগিত করেন । এর পর থেকেই একক আধিপত্য বিস্তার করে চলেছেন পুলিশ বিভাগ ময়মনসিংহে আওয়ামী ঘরানার এই অফিসার মোহাইমেনুল রশিদ ।