1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফুলগাজীতে বীজ নির্মাণের কাজে ধীরগতি, যানচলাচলে চরম ভোগান্তি, জনমনে ক্ষোভ মানব-কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠন পাটগ্রাম লালমনিরহাট এর উদ্যোগে, ফ্রী ব্লাড ক্যাম্পিং বাল্যবিবাহ ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁওয়ে শেখ মুশতাক আহমদের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত। দীর্ঘ ১৫ বছর পর হাইকোর্টের রায়ে যোগদান করছেন উত্তরা ডিগ্রী কলেজের এক শিক্ষক ভূমি সেবায় বোরহানউদ্দিন বাসীর হৃদয় জয় করে বিদায় নিলেন এসিল্যান্ড মেহেদী হাসান মোঃ ফেরদৌস আলম পাটগ্রাম উপজেলা প্রতিনিধি লালমনিরহাট পাটগ্রাম উপজেলা জোংড়া ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। জয়পুরহাট কালাই বিএমপি সমাবেশ আলোচনা করেন কলেজ হোস্টেলের গার্ড দেখেন অনার্সের খাতা ! গোদাগাড়ীতে কৃষি সচিবের সফরকে ঘিরে কৃষকদের মধ্যে উৎসাহ

শান্তিগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী বাছাই ও আলোচনা সভা

দিলীপ কুমার দাশ,স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাশ,স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ওয়ার্ড সদস্য, ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান প্রার্থী বাছাই ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮মে) দুপুর ২টায় শান্তিগঞ্জ উপজেলা সমবায় মার্কেটের ২ তলায় জামায়াতের দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির হাফেজ আবু খালেদ।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ দিলোয়ার হুসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা জামায়াতের এসিস্টেন সেক্রেটারি আব্দুল কবির।

প্রধান অতিথির বক্তব্যে তিনি সংগঠনের কার্যক্রম ত্বরান্বিত করতে স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়া, তিনি বিগত সরকারের আমলে দলের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির বিষয়টি উল্লেখ করে বর্তমান পরিস্থিতিতে সংগঠনকে আরও সক্রিয় ভূমিকা রাখার তাগিদ দেন ।

তিনি বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি ওয়ার্ড থেকে শুরু করে জাতীয় সংসদ সদস্য পর্যন্ত প্রতিনিধি বাছাই কার্যক্রম শুরু হয়ে গেছে।তাই সকল সেক্টরে প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচন পরিচালনা কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আসাদুজ্জামান,তরবিয়ত সেক্রেটারি মাওলানা আশরাফ আলী। আরো উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ রায়েজ নুর, উপজেলা টীম সদস্য তাজুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি প্রভাষক মামুন আহমেদ প্রমুখ। এসময় উপজেলা জামায়াতের বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সভায় জামায়াতে ইসলামীর সাম্প্রতিক কার্যক্রম, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, এবং আগামী নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।শেষে গোপন ব্যালট এর মাধ্যমে উপস্থিত দায়িত্বশীলরা প্রত্যক্ষ ভাবে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়াম্যান প্রার্থী বাছাই ভোট দেন।
অংশগ্রহণকারীরা সংগঠনের সঙ্গে সমন্বয় করে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। এটিএম আজহারুল ইসলামের মুক্তি পাওয়ায় শোকরানা মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট