ঢাকা টু ভোলা ইলিশা দোয়েল পাখি লঞ্চ থেকে একের পর এক ডা*কাতির ঘটনা।
স্টাপ রিপোর্টার:
আরিফ হোসেন রাজু
ঢাকা থেকে আজ সকালে দোয়েল পাখি (১০) লঞ্চ টি ভোলা ইলিশা র উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পথে লঞ্চে র নিচ তলায় চেয়ার কোচে ছিলেন এক প্রবাসী যাত্রী..।
সামনে ই ছিলো তার বিদেশি মুল্যবান জিনিস পত্র।
এর মধ্যে তাকে নেশা* দ্রব্য দিয়ে তার সাথে থাকা
সকল প্রকার সর্ন অলংকার মোবাইল ও নগদ টাকা নিয়ে একটি চক্র উধাও। ঘটনা টি ঘটে নদীর মাঝ খানে
তাহলে চোর*চক্র লঞ্চে ই আছে..?
লঞ্চের যাত্রীদের নিরাপত্তা দেওয়ার কথা লঞ্চ স্টাপদের
কিন্তু তেমন কিছু ভুক্তভোগী রা পান নি.।
গত দুই_দিন আগে ও সেম ঘটনা ঘটে দোয়েল পাখি ১০ লঞ্চে।
অভিযোগ উঠেছে দোয়েল পাখি ১০ লঞ্চের একটি গ্রুপ চোর*চক্র কে লঞ্চে উঠিয়ে প্রবাসী ও ভি আই পি যাত্রীদের টার্গেট করে এসব কর্মকান্ড করে থাকেন..।