জাল জালিয়েতির মাধ্যমে সরকারি অনুদান উত্তোলন’র প্রতি*বাদে এলাকাবাসীর মানববন্ধন।
মোঃ নুরে আলম,বরিশাল জেলা প্রতিনিধি।
বরিশাল সদর উপজেলার হিজলতলা (হিজলা) স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার নামে অবৈধ জাল-জালিয়েতির মাধ্যমে সরকারি অনুদান উত্তোলন ও ভুয়া শিক্ষক শিক্ষিকার অবৈধ ভাবে সরকারি অনুদান উত্তোলন এর অভিযোগ উঠেছে মাদ্রাসার ভুয়া সভাপতি শাহজালাল হোসেন এর বিরুদ্ধে।
বুধবার সকাল ১০টার দিকে হিজলতলা (হিজলা) স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার সামনে মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার সাধারন সম্পাদক রফিকুল ইসলাম দুলাল বলেন,তিনি অনেক দিন যাবত এই প্রতিষ্ঠান চালিয়ে আসছে কিন্তু কিছু কুচক্রী মহল এই প্রতিষ্ঠানের নাম ভাঙ্গিয়ে টাকা উত্তোলন করে নিচ্ছেন তাদের বিচারের দাবি জানায় এবং তাদের মাদ্রাসার সকল কাগজ পত্র রয়েছে বলে জানান।
মাদ্রাসার সহকারি শিক্ষক মিজানুর রহমান বলেন, এবছর রমজান মাসে কিছু লোক এসে আমাদের মাদ্রাসা পরিদর্শন করেন তখন আমরা যানতে পারি শাহজালাল নামের এক প্রতারক সাংবাদিকের পরিচয় বিভিন্ন মাদ্রাসার নামে প্রতারনা করে মাদ্রাসা থেকে টাকা ভুয়া শিক্ষক নিয়গে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেন। তাদের দাবি এই নামধারি ভুয়া সাংবাদিক শাহজালাল এই প্রতিষ্ঠানের নামে চারজন শিক্ষক নিয়োগ দেয় তারা হলেন-প্রধান শিক্ষিকা শাহনাজ পারভিন সহ সহকারি শিক্ষক খলিলুর রহমান, সহকারি শিক্ষক নজরুল ইসলাম, সহকারি শিক্ষক আবু জাফর। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা আজ এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
সাবেক ইউপি সদস্য জসিম উদ্দিন বলেন,আমি দীর্ঘদিন যাবত এই প্রতিষ্ঠানটি দেখে আসছি কিন্তু কিছু কুচক্রী মহল এই প্রতিষ্ঠানের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন দপ্তরে কাগজপত্র জমা দিয়ে সরকারি টাকা আত্মসাৎ করছেন, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি যানাই।
মানববন্ধনে এলাকাবাসী বক্তব্যে বলেন, জাল জালিয়াতীর মাধ্যমে ভুয়া সভাপতি হওয়ায় শাহজালাল সহ তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।