আলীকদম উপজেলায় “২০২৪-২০২৫ অর্থ বছরে মসলা জাত প্রযুক্তি সম্প্রসারণে কৃষক মাঠ দিবস
সুমন্ত তংচংগ্যা(বান্দরবান)জেলা প্রতিনিধি :
আলীকদম উপজেলাতে ২০২৪-২৫ অর্থবছরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় কৃষক মাঠ দিবস ও কারিগরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলীকদম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে নয়াপাড়া রুপমুহুরী রিসোর্ট এর কনফারেন্স রুমে কৃষি সম্প্রসারণ অফিসার “শামিম রেজার সঞ্চালনায়, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সোহেল রানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলীকদম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মুমিন। অনুষ্ঠানে প্রযুক্তি ব্যবহার করে উন্নত জাতের মসলা (যে-সকল মসলা দেশের বাইরে থেকে আমদানি করতে হয়) উৎপাদন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন কৃষিবিদ সোহেল রানা।
তিনি বক্তব্য আরো বলেন, পিঁয়াজ, আদা, হলুদ, মরিচসহ বেশ কিছু মসলা আমদানি করতে হয়। সামনের দিন গুলোতে আমদানি কমাতে এবং মসলা জাতীয় ফসল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবার জন্য আজকের এই আয়োজন গ্রহণ করা হয়েছে। সকল কৃষককে খাদ্যশস্য উৎপাদনের পাশাপাশি মসলা জাতীয় ফসলের উৎপাদন বাড়াতে বলেন । তাহলে আমাদের বিদেশের উপর আর নির্ভর করতে হবে না। নিজেদের উৎপাদিত ফসল উৎপাদন দিয়ে দেশের মধ্যে আমাদের খাদ্য কিংবা ফসলের চাহিদা পূরণ করতে সম্ভব হবে ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলীকদম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহসিং মার্মা। এছাড়াও উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র আহবায়ক মাশুক আহমদ,আলীকদম উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা মোহাম্মদ মাশুক ইলাহি, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক জুলফিকার আলী ভুট্টো, আলীকদম প্রেসক্লাবের সভাপতি মমতাজ উদ্দিন আহমদ-সহ বিশেষ ব্যক্তিবর্গ এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ।
আলোচনা সভায় বক্তারা বলেন,তামাক চাষের বিকল্প উন্নত জাতের মসলা ও সবজি চাষের প্রতি নিজেদের নিয়োজিত করতে হবে । বক্তারা জানান কৃষির জন্য সরকারের বিশেষ প্রণোদনা এবং কৃষকদের জন্য ব্যাংক লোনের বিশেষ সুবিধা রয়েছে । ভবিষ্যতে কৃষকেরা যাতে তামাক চাষ না করে,খাদ্যশস্য মসলা জাতীয় ফসল উৎপাদনে আগ্রহী হয়,সে বিষয়ে সকলকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান । সকল কৃষকের মাঝে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে সকল স্তরে সম্মিলিত ভাবে সহযোগিতা করতে বলেন।