বিচার সংস্কার ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে ( NCP)
মেহেদী হাসান মাসুদ স্টাফ রিপোর্ট
নীলফামারী জেলা জলঢাকা উপজেলাবিচার সংস্কার ও জুলাই ঘোষণা পত্রের দাবিতে পথসভা করেন এন সি পি। সেখানে উপস্থিত ছিলেন উত্তর অঞ্চলে সারজিস আলম, দিনা আক্তার ও আবু সাঈদ লিওন অনেক নেতা কর্মী। আবু সাঈদ লিওন বলেন দেশের মানুষ এখন আর কোন প্রকার দুর্নীতি দেখতে চায় না। দেশের মানুষ কোন ক্ষমতা বানর লোককে চায় না। এই সমাজ সুন্দর করে নতুন বাংলাদেশ দেখতে চায়। বাংলার মানুষের হয়ে কাজ করতে তরুণ প্রজন্ম বাংলাদেশ গড়তে চায় সবার বাংলার মানুষের হয়ে কাজ করতে। বক্তব্য রাখেন সারজিস আলম ১৬ বছর খুনি হাসিনা দেশকে বিক্রি করে দিয়েছে।আর বাংলার মানুষ এখন বুঝে গেছে প্রতিবাদ করা শিখে গেছে। আর কোন চাঁদাবাজির জায়গা দিবে না বাংলাদেশে। প্রয়োজন পড়লে ঐক্য নিয়ে কাজ তাদের বিরুদ্ধে কঠোর লড়াই করবে। খুনি হাসিনা দেশে ফিরবেন না কখনো।
ফিরলে তাকে কাঠগড়ায় করে দাঁড়িয়ে বিচারের জন্য নিয়ে আসা হবে। প্রধান উপদেষ্টা কে বলতে চাই বলতে চায় যত দ্রুত সম্ভব শহীদের রক্তের বিচার করতে হবে। সংস্কার করতে হবে জুলাই ঘোষনাপত্র প্রদান করতে হবে তারপর নির্বাচন করতে হবে। আরেকটি কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে আওয়ামী লীগের হয় টাকা খেয়ে তাদেরকে গ্রেফতার করতেছে না তাদের সতর্কবার্তা প্রদান করেন। জলঢাকার রাস্তাঘাট খুবই দুর্ভোগ দ্রুত কাজ করার দাবি জনগণের।