পাবনায় পূর্ব শত্রু*তার জের ধরে ছুরি*কাঘাতে আ*হত যুবকের মৃ*ত্যু আ*টক-১
মিনারুল ইসলাম (ভ্রাম্যমান প্রতিনিধি পাবনা জেলা):
পাবনায় পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাতে গুরুতর আহত হন রনি মন্ডল (২৪) নামের এক যুবক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত রনি মন্ডল পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর-আশুতোষপুর লঞ্চঘাট পশ্চিমপাড়া জাহাঙ্গীর মন্ডলের ছেলে। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ইমন নামে এক যুবককে আটক করেছে। আটককৃত ইমনের বাড়ি চর-আশুতোষপুর লঞ্চঘাট এলাকায়। এ ঘটনার পর থেকে ইমনের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। স্থানীয় ও নিহতের পরিবার সূত্র জানা যায়, দীর্ঘদিন ধরে রনি ও ইমনের মধ্যে বিরোধ চলে আসছিল। গত রবিবার (২৫ মে) রাতে লঞ্চঘাট এলাকায় ইমন কৌশলে রনিকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করলে। পরে তার অবস্থা অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রনির মৃত্যু হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শংকর বিশ্বাস জানান, রনি মন্ডলকে রবিবার দিনগত রাত চারটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৬ মে) সকাল আটটার দিকে সে মারা যায়। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল সালাম বলেন রবিবার রাতে ঘটনার পরপরই পাবনা সদর হাসপাতাল এলাকা থেকে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ইমন কে আটক করা হয়।