সোনাইমুড়ীতে ন্যায় বিচারের দাবিতে মানববন্ধ!
আরিফুল হাসান প্রতিনিধিঃ সোনাইুড়ী উপজেল
সোনাইমুড়ী মধ্যপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা নোমান সিদ্দিকীর উপরে সন্ত্রাসীদের পূর্ব পরিকল্পিত হামলার সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার বেলা ১১ টার দিকে বাইপাস সড়কে গোল চত্বরে মেডিকেয়ার হাসপাতালের সামনে জাতীয় ওলামা মাশায়েখ পরিষদ আইম্মা পরিষদ ও তৌহিদী জনতার ব্যানারে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা অনতিবলম্বে ঘটনায় সংশ্লিষ্ট ও জড়িত অন্যান্যদের অনতিবলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা,নির্যাতিত ইমামের চিকিৎসা ব্যয় ঘটনায় জড়িতদের কাছ থেকে আদায় করনের ব্যবস্থা সহ ভবিষ্যতে আর কোন মসজিদের ইমাম যাতে নির্যাতিত না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানান।মানববন্ধনে বক্তব্য রাখেন,হেফাজত ইসলামের জেলা সহ সভাপতি মাওলানা ইসমাইল হোসেন সিদ্দিকি,সোনাইমুড়ী থানা সভাপতি হাফেজ মাওলানা আমিনুল হক,ইসলামি আন্দোলনে সোনাইমুড়ী থানা সভাপতি হাফেজ মামুনুর রশিদ,শানে সাহাবা সভাপতি হাফেজ মমিনুর রহমান,ইসলামি যুব আন্দোলনের জেলা সভাপতি হাফেজ মাওলানা জিহান মাহমুদ। সোনাইমুড়ী ডাক বাংলা মসজিদের ইমাম মাওলানা গোলাম রাব্বানি,জাতীয় ওলামা মাশায়েখ আম্মা পরিষদ সোনাইমুড়ী থানা শাখার সাধারন সম্পাদক মাওলানা সাখায়েত উল্যা,সহ সাধারন সম্পাদক হাফেজ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাইনুল ইসলাম প্রমুখ।