সাটুরিয়া উপজেলার প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প চরাঞ্চলের মানুষের মাঝে ছাগল ভেড়া, হাঁস মুরগি বিতরণ
জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ)
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধলেশ্বরী-কালিগঙ্গা নদী বিধ্বস্ত চরাঞ্চলে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সাটুরিয়া উপজেলায় ১০০ জন নারী পুরুষের মাঝে ছাগল ভেড়া হাঁস মুরগি বিতরন করেছে।
সোমবার (২৬ মে) সাটুরিয়া উপজেলা প্রাণি সম্পদ অফিসে ১০০জন খামারীকে চার ভাগে ভাগ করে ছাগল, ভেড়া, হাঁস, মুরগী দেওয়া হয়। ২৫জন খামারীর মাঝে জনপ্রতি ৩টি করে মোট ৭৫টি ভেড়া, ২৫জন খামারীর মাঝে জনপ্রতি ২টি করে মোট ৫০টি ছাগল, ২৫জন খামারীর মাঝে জনপ্রতি ২৫টি করে মোট ৬২৫টি মুরগী ও ২৫জন খামারীর মাঝে জনপ্রতি ২১টি করে মোট ৫২৫টি হাঁস বিতরণ করা হয়। মোট ১০০জন খামারীর মাঝে ১২৭৫ টি ছাগল,ভেড়া,হাঁস ও মুরগী বিতরন করেন।
এ সময় সাটুরিয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. ইমরান হোসেন, উপজেলা কৃষি অফিসার আবদুল্লাহ আল মামুন, ভেটেরিনারি সার্জন ডা. মো খোকন হোসেন উপস্থিত ছিলেন। চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সাটুরিয়া উপজেলা প্রসাশন থেকে মোট ৩৯০৩ জন খামারীকে পর্যায়ক্রমে গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী বিতরণ করা হবে।