আবু কাওসার সিয়াম শেরপুর
শেরপুরে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ২হাজার ৮শত কেজি পলিথিন জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৭মে) দুপুরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের নয়াপাড়া এলাকায় একটি রাইস মিলের গোডাউনের তালা ভেঙ্গে এসব পলিথিন জব্দ করা হয়। জব্দকৃত পলিথিনের বর্তমান বাজার মূল্য প্রায় ৬লাখ টাকা।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ আভিযানিক একটি দল অভিযান চালায় সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের নয়াপাড়া এলাকার একটি রাইস মিলে। এসময় গোডাউনের তালা ভেঙ্গে নিষিদ্ধ ২হাজার ৮শত কেজি পলিথিন জব্দ করা হয়। সেইসাথে এই ব্যবসার সাথে
জড়িত থাকার সন্দেহে সন্দেহে এক যুবককে আটক করে ১০হাজার টাকার অর্থদন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত । কিন্তু নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রির মূলহোতা এরশাদ আলী অভিযানের খবর পেয়ে আগেই পালিয়ে যায়। সুত্র জানায়, জেলায় নিষিদ্ধ পলিথিন বিক্রির মূল হোতা এরশাদ আলীর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা সহ সে একটি মামলায় ওয়ারেন্টভূক্ত আসামী।
পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।