মুকসুদপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস
স্টার রিপোর্টার ইমরান মাতব্বরঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) ২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন,এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্পের আওতায় দিনব্যাপী, মুকসুদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে, উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আঃ কাদের সরদার।
মুকসুদপুর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মুনমুন সাহার সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দীন শেখ, উপজেলা পল্লী বিদুৎ এর ডিজিএম মোঃ তুষার আহমেদ, উপজেলা সমবায় অফিসার এম সাইফুল্লাহ, উপজেলা সমাজসেবা অফিসার উপজেলা বিএডিসি প্রকৌশলী মেহেদী হুসাইন, কৃষি সম্প্রসারণ অফিসার আয়শা সিদ্দিকা, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ছিরু মিয়া, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বাংলা টিভি প্রতিনিধি তারিকুল ইসলাম প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ, সাধারণ কৃষক, পার্টনার ফিল্ড স্কুলের সদস্যবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠানে সাধারণ কৃষকদের দিনব্যাপী, উত্তম ফসল চাষাবাদ সহ বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হয়।