1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাম্য ও মানবিকতার ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিবগঞ্জ উপজেলায় ‘সনাতনী সমাবেশ- ২৫’ নাজিরপুরে উপজেলা প্রশাসক ৫৪ পরিবারের মধ্যে দুই বান্ডিল ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন যশোরে বয়স ভিত্তিক ক্রিকেট ক্যাম্প সম্পন্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে ড্রাইভার পদে নিয়োগ-প্রার্থীদের মধ্যে ২৬-০৮-২০২৫ খ্রিঃ গ্যারেজ টেস্টে উত্তীর্ণদের অদ্য রাজশাহী অ্যাসোসিয়েশন ভবনের দোকান দখলের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন : লিটু আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত কামরুজ্জামান মিরপুরে বিএনপি’র সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি’র শুভ উদ্বোধন ধামইরহাটে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন মেরিট কেয়ার একাডেমির উদ্যোগে গোপালগঞ্জে ৪৫০ জন কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান আগামীকাল মাতৃভূমিতে আসছেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ

গজারিয়ায় এসিল্যান্ডের বিরুদ্ধে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন বিক্ষোভ মিছিল

মো রাসেল সরকার গজারিয়া প্রতিনিধিঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

মো রাসেল সরকার গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মামুন শরীফের অপসারণ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার (২৭ মে) সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় গজারিয়া উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রতিবাদী কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা অভিযোগ করেন, সহকারী কমিশনার (ভূমি) মামুন শরীফ দায়িত্ব গ্রহণের পর থেকেই সেবা প্রত্যাশীদের সঙ্গে দুর্ব্যবহার, অনিয়ম, হয়রানি এবং ঘুষ বাণিজ্য করে আসছেন। ভূমি অফিসের সেবাগ্রহীতারা প্রতিনিয়ত নানা ভোগান্তির শিকার হচ্ছেন। অভিযোগের পরও প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় এলাকাবাসী বাধ্য হয়ে মহাসড়কে নেমেছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও ঘুষ গ্রহণের গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। তারা অবিলম্বে এসিল্যান্ড মামুন শরীফকে অপসারণ করে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধন ও বিক্ষোভ শেষে এলাকাবাসী মহাসড়কের পাশে শান্তিপূর্ণ অবস্থান নেন। এ সময় সড়কের উভয় পাশে যান চলাচল আংশিক ব্যাহত হয়।

প্রসঙ্গত, সম্প্রতি গজারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মামুন শরীফের অবৈধ বালু মহল থেকে ঘুষ নেওয়ার একটি কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয়। ওই অডিওতে ঘুষ লেনদেনের বিষয়টি স্পষ্টভাবে উঠে আসে।

মুহূর্তের মধ্যেই সেটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনার পর থেকেই তার ঘুষ বাণিজ্য ও বিভিন্ন অনিয়মের আরও অভিযোগ বেরিয়ে আসতে থাকে। এতে করে স্থানীয় প্রশাসনসহ সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

এলাকাবাসীর দাবি, দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া না হলে আরও বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট