কবিতা ঃ বিবেকহীন মা
লেখক ✍️ মোঃ জালাল হোসেন
কে তুমি মা, দেখতে
দিলানা
আল্লাহ তৈরি সুন্দর এই পৃথিবীর মুখ ,
আমি তো
জোর করে আসিনি মা
তোমার শরীরে ।
শুনছি আমি
পৃথিবীতে সন্তান নাকি
মায়ের কাছে অনেক দামি।
মা
তবে কোন সুখের ভুলে –
আমায় পেটে নিলে।
সুখের শেষে আবার আমার কেটে ছিড়ে-
ফেলে দিলে।
একদিন ঠিকই আসবে তুমি –
আমার কাছে মা,
সেই দিন তুমি
কি বলবে খোদার কাছে ঠিক করে রাখো মা।
আমি তো মা বেঁচে গেছি,
বেঁচে গেছে আমার মান।
নয়তো মোরে,
এই পৃথিবী বলতো অবৈধ সন্তান ।
একটু অবৈধ সুখ পেতে-
আমায় নিলে পেটে,
কলঙ্কের ভয়ে আবার –
আমায় দিলে ছুড়ে ফেলে।
তোমার কাছে প্রশ্ন মাগো কিছু মনে না নিলে-
তোমার সাথে এমন যদি হতো,
বুঝতে সেদিন তুমি –
মৃত্যুর যন্ত্রণা কত।
সব ঠিক আছে বলছে খোদা হয়বে বিচার।
কেয়ামতের মাঠে
সেই দিন মাগো তুমি,
আমায় সঙ্গে না নিলে আমি তোমায় সঙ্গে নিব।