মো:মাহবুবুল আলম,উপজেলা প্রতিনিধি,ময়মনসিংহ
াআজ ময়মনসিংহ জেলার, ফুলবাড়িয়া থানার, ভবানীপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসায় ২০২৫ সালে আলিম পরিক্ষার্থীদের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শাহিদুর রহমান কাঞ্চনের সভাপতিত্বে ও মাওলানা খোরশেদ জামানের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার গভ: সভাপতি প্রফেসর মো: রায়হানুল হাসান শামীম, সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হেলালুর রহমান, মাও: হারুনুর রশিদ, যুবদল নেতা আব্দুল মুন্নাফ খাইরুল অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাও: আব্দুল্লাহ তুতা,সহকারী অধ্যক্ষা মোছা:কামরুন্নাহার সহ সকল শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রছাত্রী বৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত বক্তা ও শিক্ষকমন্ডলীগন পরীক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনামূলক উপদেশ প্রদান করেন। সেই সাথে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা সহ, জমি দানকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই প্রতিষ্ঠান থেকে প্রতি বছর বহু শিক্ষার্থী দেশের নামিদামি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান ।
লেখা পড়া শেষ করে উচ্চ পর্যায়ে সরকারি চাকরি করছেন অনেকে। অত্যন্ত সুনামের সাথে এই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষা গণ ছাত্র-ছাত্রীদের পাঠদান করান। মাওলানা ওয়াদুদের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি হয়।