গোবিন্দগঞ্জে যৌথবাহিনী ও পুলিশের পৃথক অভিযানে হ্যাকিং সরঞ্জাম, মাদকদ্রব্যসহ গ্রে*ফতার ৬
মোঃ আলামিন হোসেন গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথবাহিনী ও পুলিশের পৃথক তিনটি অভিযানে হ্যাকিং কাজে ব্যবহৃত মোবাইল, মাদকদ্রব্যসহ মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২৫ মে) বিকালে এ তথ্য নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।
শনিবার (২৪ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাইবান্ধা সেনা ক্যাম্প ও গোবিন্দগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার দরবস্ত ইউনিয়নের সাবগাছি কালিকাপুর গ্রামে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে থাকা হ্যাকিং কাজে ব্যবহৃত ৭টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন – চন্ডিপুর গ্রামের আব্দুস সালামের ছেলে একরামুল হক (২৮), সাবগাছি কালিকাপুর গ্রামের রজব আলীর ছেলে মেনারুল ইসলাম (৩৮) এবং তাজপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে রকি ইসলাম (২৫)।
এদিকে, শনিবার (২৪ মে) দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার মহিমাগঞ্জ ও রাত ২টার দিকে দরবস্ত ইউনিয়নে থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে পতিত আওয়ামী লীগের দুইজন নেতাকে তাদের বসতবাড়ি থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় ফকিরপাড়া গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে ইউনিয়ন যুবলীগের সদস্য মমিনুল ইসলাম (৩৮) এবং দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী মিয়াপাড়া গ্রামের মৃত আবু মোত্তালিবের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর কবির রঞ্জু (৬৪)। তাদের বিরুদ্ধে তালুককানুপুর ইউনিয়নের জামালপুর হাটে ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা রয়েছে
অপরদিকে, শনিবার (২৪ মে) বিকাল সোয়া ৪টার দিকে উপজেলার সাপমারা ইউনিয়নের কাটামোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি পুলিশের দল মাদকদ্রব্যসহ আশরাফি আক্তার ইতি (২৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এসময় তল্লাশি চালিয়ে তার নিকট হতে ১০০ পিস নেশা জাতীয় অবৈধ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আশরাফি আক্তার ইতি উপজেলার শাখাহার ইউনিয়নের দশলাল গ্রামের বাবু মিয়ার স্ত্রী।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ছয়জনকে গ্রেফতার করা হয়। আজ (রবিবার) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।