শেরপুরে ভূমি মেলা ২০২৫ উদ্বোধন ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
মাহফুজুর রহমান সাইমন শেরপুর প্রতিনিধি:
"নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের ভূমি সুরক্ষিত রাখি"
এই প্রতিপাদ্যকে সামনে রেখে অদ্য ২৫ মে রবিবার সকাল ১০-৩০মিনিটের সময় জেলা প্রশাসকের কার্যালয়ে ৩ দিন ব্যাপী ভূমি মেলা ২০২৫ উদ্বোধন ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
উক্ত ভূমি মেলায় উপস্থিত ছিলেন তরফদার মাহমুদুর রহমান জেলা প্রশাসক শেরপুর আরো উপস্থিত ছিলেন, মোঃ আমিনুল ইসলাম পুলিশ সুপার শেরপুর,মোছাম্মদ হাফিজা জেসমিন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেরপুর, ইশতিয়াক আহমেদ ইস্তিক, সহকারি ভূমি অফিসার শেরপুর, মোহাম্মদ আওয়াল চৌধুরী সাবেক যুগ্ন আহবায়ক জেলা বিএনপি শেরপুর, মোঃ আব্দুল বাতেন সাবেক জামাত নেতা
ভূমি মেলা উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, ভূমি সেবা জনগণের মাঝে সর্বোচ্চ সেবা দিতে হবে, যাতে আগের মত দৌড়াদৌড়ি করতে না হয়,এখন ডিজিটাল যুগ গ্রাহকদের সেবা নিশ্চিত করতে হবে। কোন প্রকার দুর্নীতি করা যাবে না।
ইশতিয়াক আহমেদ সহকারি ভূমি অফিসার, ভূমি মেলা উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, বর্তমানে গ্রাহকরা আগের তুলনায় অনেক সুবিধা পাচ্ছেন, গ্রাহকের সেবার মান অনেক বৃদ্ধি পেয়েছে,মেলার মাধ্যমে গ্রাহকরা অনেক ভূমি সেবার বিষয়ে শিখতে ও জানতে পারবেন, তিনি আরো বলেন বর্তমানে দালালদের স্থান নেই অল্প খরচে ভূমি সেবা পেতে পারবেন।