শীর্ষ স*ন্ত্রাসী ডা*কাত শাহীনের ডেরায় যৌথ বাহিনীর অ*ভিযান, অ*স্ত্র উ*দ্ধার
মোঃ কামরুল হাসান বিশেষ প্রতিবেদক
কক্সবাজার
কক্সবাজারের পূর্বাঞ্চল রামুর গর্জনিয়া ইউনিয়নের অস্ত্র-মাদক চোরাচালান সহ নানা অপরাধের মাস্টার মাইন্ড খ্যাত বহু মামলার পলাতক আসামি শাহীনুর রহমান শাহীন ওরফে ডাকাত শাহীনের ডেরায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। কক্সবাজার জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, ২৫ শে মে রোববার ভোর ৪ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত যৌথ বাহিনীর একটি দল রামুর মাঝির কাটা এলাকায় শাহীন ডাকাতের ডেরায় অভিযান চালায়।
ওই সময় ডাকাত শাহীনের নব নির্মিত বাড়ি থেকে বিভিন্ন রকম রাইফেল গুলি সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন যৌথ বাহিনী। তবে এ সময় অভিযান টের পেয়ে পালিয়ে যাওয়ায় ডাকাত শাহীনকে গ্রেফতার করা সম্ভব হয়নি।