শান্তিগঞ্জে ভূমি মেলা উদ্বোধন ও বর্ণাঢ্য র্যালি
দিলীপ কুমার দাশ স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের শান্তিগঞ্জে ভূমি মেলা ২০২৫ উদ্বোধনী অনুষ্ঠান ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২৫ মে) সকাল সাড়ে ১০ টায় ফিতা কেটে ভূমি মেলার উদ্বোধন শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহার সভাপতিত্বে র্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফজলে রাব্বানীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ(ওসি) আকরাম আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকৌশলী সাজিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন মায়া, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস, সুরমা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, ডুংরিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মদনমোহন রায়, পূর্ব বীরগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুজেল আহমদ, শান্তিগঞ্জ
প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক মো. নুরুল হক ও সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, সাংবাদিক দিলীপ কুমার দাশ প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন ভূমি অফিসে তহসিলদারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।