রান্দিয়া স্কুলের শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি ❗
স্টাফ রিপোর্টার আদিলুর রহমান গফরগাঁও ময়মনসিংহ।
ময়মনসিংহ জেলার ভালুকা উপজের
ধীতপুর ইউনিয়নের রান্দিয়া গ্রামে দুটি স্কুল ও একটি হাফেজিয়া মাদ্রাসার মাঝখান দিয়ে চলাচলের একমাত্র নিরাপদ রাস্তাটি বন্ধ করে দেওয়ায় চরম বিপাকে পড়েছে স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকরা।
রান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রান্দিয়া উচ্চ বিদ্যালয়ের মাঝখান দিয়ে একটি বিকল্প রাস্তা ইউএনও মহোদয়ের উদ্যোগে নির্মাণ করা হয়, যাতে শিক্ষার্থীরা নিরাপদে যাতায়াত করতে পারে। ইটের সলিং করা ওই রাস্তাটি দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছিল স্থানীয় বাসিন্দা, ছাত্রছাত্রী ও অভিভাবকরা।
কিন্তু সম্প্রতি খন্দকার মোজাম্মেল হক ওরফে মুর্তজা ওই রাস্তা বন্ধ করে দেন। তিনি দাবি করেন, পিছনের ওই রাস্তাটি তার ‘কাওলা করা’ সম্পত্তি। এতে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মাঝখান দিয়ে ছোট ছোট শিশুদের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যার সৃষ্টি হলেও কোনো সমাধান মিলছে না।
ইউএনও মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি— শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে অনতিবিলম্বে পদক্ষেপ গ্রহণ করুন। আমরা চাই, পেছনের রাস্তাটি পুনরায় খুলে দেওয়া হোক, যেন কোমলমতি শিক্ষার্থীরা নিরাপদে স্কুলে যেতে পারে।