1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৪:১১ অপরাহ্ন
সর্বশেষ :
জামালপুর পৌরবাসীর নাগরিক সেবা নিশ্চিত করতে জামালপুর পৌরসভা বদ্ধপরিকর।। মহাদেবপুরে ডিবিসি নিউজ এর জেলা প্রতিনিধি সাজুর উপর হামলা নগরকান্দায় শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত চিরিরবন্দর আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান হেলাল সরকার আ,ট,ক, আদালতে সপর্দ। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বাবাকে হ,ত্যা, ছেলে আ,টক বান্দরবানের লামায় নিখোঁজের ৪ দিন পর শিশুর ম,র,দেহ উ,দ্ধা,র জোয়ার এলেই ডুবে যায় বিদ্যালয়ের মাঠ। রাজশাহী পুঠিয়ায় ক্লুলেস হ,ত্যা মা,মলা,র অন্যতম আ,সা,মি র‍্যাব-৫ এর হাতে আ,ট,ক ফেনী সদর উপজেলা তারুণ্যের আইকন গাজী হাবিবুল্লাহ মানিক কে আগামী জাতীয় সংসদ সদস্য হিসেবে পেতে চায় ‎গাংনীতে সাড়ে ২৫ কেজি গাঁ,জা উ,দ্ধা,র ‎

ময়মনসিংহে যোগদান করা সেই বিতর্কিত ওসি মিজানুর রহমান ক্লোজড

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহে যোগদান করা সেই বিতর্কিত ওসি মিজানুর রহমান ক্লোজড

স্টাফ রিপোর্টার আদিলুর রহমান গফরগাঁও ময়মনসিংহ।

নোয়াখালীর সেনবাগ থানার একটি মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মিজানুর রহমানকে ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) করা হয়েছিল। পরে সমালোচনার মুখে তাকে পুলিশ লাইনে ক্লোজড (সংযুক্ত) করা হয়েছে।গত সোমবার ওসি কোতোয়ালী থানায় যোগদান করেছিল বিষয় টি আঁচ পেয়ে সাতদিনের ছুটিতে যান । বৃহস্পতিবার (২২ মে) বিকেলে ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সুপার বলেন, মিজানুর রহমান এজাহারভুক্ত প্রধান আসামি, এটি আমাদের জানা ছিল না। এটি জানলে তাকে ওসি হিসেবে দ্বায়িত্ব দেওয়া হতো না। পরে বিষয়টি জানতে পেরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এর আগে ২০২৪ সালের ১৮ আগস্ট নোয়াখালীর সেনবাগ থানায় একটি মামলা করেন বিএনপি নেতা নুরনবী বাচ্চু। মামলায় ওসি মিজানুর রহমানকে ১ নম্বর আসামি করা হয়।

মামলায় ২০১৮ সালে নির্বাচনের সময় বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট এবং ক্রসফায়ারের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ করা হয়। তখন সেনবাগ থানার ওসির দায়িত্বে ছিলেন মিজানুর রহমান। এরপর মামলার আসামি অবস্থায় ভালুকা মডেল থানায় পুলিশ পরিদর্শক (অপারেশনস) পদে কর্মরত ছিলেন তিনি। সবশেষ ১৮ মে ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম সই করা এক আদেশে তাকে কোতোয়ালী মডেল থানায় ওসি হিসেবে বদলি করা হয়। পরদিন সোমবার রাতে ওসি হিসেবে মিজানুর রহমান যোগদান করেন। বিষয়টি জানানো হলে মঙ্গলবার সকালে সাতদিনের ছুটি নিয়ে চলে যান মিজানুর রহমান। এ অবস্থায় বিতর্ক এড়াতে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। সেনবাগ থানার বর্তমান ওসি মো. নাজিম উদ্দিন বলেন, ২০১৮ সালের একটি রাজনৈতিক মামলায় ওসি মিজানুর রহমানকে প্রধান আসামি করা হয়েছে। মামলাটি তদন্ত করছেন থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রউফ। তদন্তকারী কর্মকর্তা আব্দুর রউফ বলেন, মিজানুর রহমান ওই মামলার প্রধান আসামি। আসামিরা কেউই জামিন নেননি। বক্তব্য জানতে মিজানুর রহমানের মোবাইল একাধিকবার যোগাযোগ করার চেষ্টা হলেও তিনি সাড়া দেননি। তবে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম জানান, গত সোমবার রাতে ওসি হিসেবে মিজানুর রহমান যোগদান করেন। মঙ্গলবার সকালে তিনি সাতদিনের ছুটিতে যাওয়ার আগেই আমার কাছে চার্জ বুঝিয়ে দিয়ে যান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট