প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ধর্মভিত্তিক ও অন্যান্য দলের শীর্ষ নেতারা, আলোচনায় উত্তপ্ত রাজনৈতিক প্রেক্ষাপট
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার পর থেকে নেতারা পর্যায়ক্রমে যমুনা ভবনে প্রবেশ করতে থাকেন।
ধর্মভিত্তিক দলগুলোর মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
বৈঠকে আরও উপস্থিত থাকার কথা রয়েছে হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আবদুল কাদের, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির জাতীয় নির্বাহী পরিষদের মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার এবং ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজি।
এর আগে বিকেল পাঁচটায় একাধিক প্রগতিশীল ও মধ্যপন্থী রাজনৈতিক দলের নেতারাও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন। উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি সাইফুল হক, জাতীয় গণফ্রন্টের টিপু বিশ্বাস, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, এবি পার্টির চেয়ারম্যান মুজিবর রহমান মঞ্জু, ভাসানী জনশক্তি পার্টির শেখ রফিকুল ইসলাম বাবলু এবং জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
গত বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পদত্যাগের সম্ভাবনার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন তৈরি হয়। ফলে, রাজনৈতিক অস্থিরতা নিরসনে এবং জাতীয় ঐকমত্য গঠনের প্রয়াসে বিভিন্ন দলের সঙ্গে বৈঠক শুরু করেন তিনি। শনিবার বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
চলমান পরিস্থিতিতে আজকের বৈঠককে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। রাজনৈতিক সমঝোতা ও ভবিষ্যৎ পথনকশা তৈরির লক্ষ্যে এই বৈঠকগুলো অনুষ্ঠিত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।