1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাম্য ও মানবিকতার ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিবগঞ্জ উপজেলায় ‘সনাতনী সমাবেশ- ২৫’ নাজিরপুরে উপজেলা প্রশাসক ৫৪ পরিবারের মধ্যে দুই বান্ডিল ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন যশোরে বয়স ভিত্তিক ক্রিকেট ক্যাম্প সম্পন্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে ড্রাইভার পদে নিয়োগ-প্রার্থীদের মধ্যে ২৬-০৮-২০২৫ খ্রিঃ গ্যারেজ টেস্টে উত্তীর্ণদের অদ্য রাজশাহী অ্যাসোসিয়েশন ভবনের দোকান দখলের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন : লিটু আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত কামরুজ্জামান মিরপুরে বিএনপি’র সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি’র শুভ উদ্বোধন ধামইরহাটে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন মেরিট কেয়ার একাডেমির উদ্যোগে গোপালগঞ্জে ৪৫০ জন কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান আগামীকাল মাতৃভূমিতে আসছেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ

জামালপুরে, বন্ধ থাকা ল্যাবে নষ্ট হচ্ছে লাখ টাকার ল্যাপটপ

মোঃ শাহিনুর রহমান আকাশ
  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

জামালপুরে, বন্ধ থাকা ল্যাবে নষ্ট হচ্ছে লাখ টাকার ল্যাপটপ

মোঃ আনোয়ার হোসাইন বিশেষ প্রতিনিধি, জামালপুর।

জামালপুরের, বকশীগঞ্জ উপজেলায় শিশু-কিশোরদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ে ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব’ স্থাপন করেছিল সরকার আইসিটি শিক্ষার প্রসারে এই উদ্যোগের মাধ্যমে প্রত্যেক ল্যাবে লাখ লাখ টাকার আধুনিক সরঞ্জাম দেওয়া হয়। কিন্তু বাস্তবে দেখা গেছে, উপজেলার বেশ কয়েকটি ল্যাব আজ দীর্ঘদিন ধরে বন্ধ। তদারকির অভাবে ল্যাপটপসহ নানা যন্ত্রপাতি অযত্নে নষ্ট হচ্ছে।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের আওতায় প্রতিটি বিদ্যালয়ে দেওয়া হয়েছে ১৭টি ল্যাপটপ, একটি করে প্রিন্টার ও স্ক্যানার, একটি স্মার্ট এলইডি টেলিভিশন, ওয়েব ক্যামেরা, রাউটার, নেটওয়ার্ক সুইচ, ইন্টারনেট কানেকশন, একটি ইনস্ট্রাক্টরের টেবিল-চেয়ার এবং শিক্ষার্থীদের জন্য ১৬টি টেবিল ও ৩২টি চেয়ার। ল্যাবের সৌন্দর্য ও কার্যকারিতা বাড়াতে প্রতিটি ল্যাবের রেনোভেশন ও ইন্টেরিয়র ডিজাইনের জন্য বরাদ্দ দেওয়া হয় আরও ৬৫ হাজার টাকা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার ১৫টির মধ্যে মাত্র ১০টি প্রতিষ্ঠানের ল্যাব এখনও সচল রয়েছে। সেখানে কিছুটা হলেও শিক্ষার্থীরা কম্পিউটার ব্যবহার করতে পারছে। তবে বাকি পাঁচটি প্রতিষ্ঠানে ল্যাব কার্যত অকার্যকর। এসব বিদ্যালয় হলো—সাধুরপাড়া নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়, মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয়, চন্দ্রবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজ, সারমারা নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় এবং রাহিলা কাদির স্কুল অ্যান্ড কলেজ।এসব প্রতিষ্ঠানে দেখা গেছে, ল্যাবের কক্ষ দিনের পর দিন তালাবদ্ধ। কোথাও কোথাও ল্যাপটপগুলো পড়ে আছে আলাদা রুমে, ধুলাবালিতে ঢাকা, অনেকগুলো সম্পূর্ণ অকেজো হয়ে গেছে। এমনকি কয়েকটি প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ বা ইন্টারনেট ব্যবস্থা পর্যন্ত নেই, ফলে কোনোভাবেই ল্যাব চালু রাখা সম্ভব হয়নি বলে জানিয়েছেন শিক্ষকরা।
স্থানীয়দের অভিযোগ, লাখ লাখ টাকা ব্যয়ে স্থাপিত এই ল্যাবগুলো তদারকির অভাবে কার্যকারিতা হারিয়েছে। শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষার যে লক্ষ্য নিয়ে এই প্রকল্প নেওয়া হয়েছিল, তা ভেস্তে যাচ্ছে। কেউ কেউ বলছেন, নিম্নমানের যন্ত্রপাতি সরবরাহ এবং ইনস্টলেশনের সময় দুর্নীতির কারণে আজ এমন দুরবস্থা। প্রকল্পটি যেন কাগজে সফল, বাস্তবে ব্যর্থ এমনটাই অভিমত অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীদের।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের নাম পরিবর্তন করে ‘আইসিটি ডিজিটাল ল্যাব’ করা হয়েছে। কিন্তু নাম বদল করলেই যে কার্যকারিতা ফিরবে না, সেটিই এখন চোখে পড়ছে বকশীগঞ্জে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট