আগৈলঝাড়ায় পৈত্রিক জমিতে পুকুর খনন করতে গেলে বাধা প্রদান করেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি
আগৈলঝাড়া প্রতিনিধি,,, বরিশালের আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ মোল্লাপাড়া গ্রামে মৃত হোসেন হাওলাদার এর পুত্র মোঃ আখতারুজ্জামান হাওলাদার পৈত্রিক এবং ক্রয়কৃত জমিতে পুকুর খনন করিতে গেলে স্থানীয় মামলা বাজ হারুন হাওলাদার এর পুত্র ইমরান হাওলাদার স্থানীয় সন্ত্রাসীদের নিয়ে প্রাণ নাশের সের হুমকি-ধমকি দেয় এবং মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী আখতারুজ্জামান হাওলাদার জানান বিগত দিনে আমার বড় ভাই এর পুত্র আলামিন হাওলাদারকে মারধর করে। তিনি আরো বলেন ইমরান হাওলাদার এর বিরুদ্ধে নারী নির্যাতন দোকানঘর পোড়ানোসহ একাধিক অভিযোগ রয়েছে। জমি নিয়ে একাধিকবার সালিশ বৈঠক বসলেও ইমরান হাওলাদার তা মানে নাই। উল্টো মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করিতেছে। আমি প্রশাসনের কাছে একটাই দাবি করি সুষ্ঠু এবং সঠিকভাবে তদন্ত করে ব্যবস্থা নেয়া হোক।