আখাউড়ায় বিশেষ অভিযানে মাদকদ্রব্য সহ একজন এবং। ওয়ারেন্ট ভুক্ত ৮ জন আসামী গ্রেফতার
মোঃরইজ উদ্দিন/মজিবুর রহমান সুজন, আখাউড়া থেকে
আখাউড়া থানা পুলিশের সাড়াশি অভিযানে ১০১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন, গ্রেফতারী পরোয়ানাভুক্ত ০৮জন আসামী সহ সর্বমোট ০৯ জন আসামী গ্রেফতারঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব এহতেশামুল হক মহোদয়ের নির্দেশে, সহকারী পুলিশ সুপার জনাব মোঃ আতিকুর রহমান, কসবা সার্কেল মহোদয়ের দিক-নির্দেশনায় এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ছমিউদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান-০১
অভিযানকালে এস.আই(নিরস্ত্র) মোঃ নজরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সহ আখাউড়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করা কালীন সময়ে ইং-২৪/০৫/২০২৫ তারিখ, ২১.৪৫ ঘটিকার সময় আখাউড়া থানাধীন আখাউড়া পৌরসভা ৭নং ওয়ার্ড দেবগ্রাম মুন্সিবাড়ী পান্না এর দুই চালা টিনের ঘর এর পূর্ব পাশের কক্ষ(রুম), যাহা আসামী মোঃ মাইন উদ্দীন এর ভাড়া ঘর হইতে ১০১(একশত এক) পিচ ইয়াবা ট্যাবলেট সহ মোঃ মাইন উদ্দীন(৩০), পিতা-আব্দুল কালাম, মাতা-মমতাজ বেগম, সাং-ইটনা, ইউপি-মনিয়ন্দ, বর্তমানে সাং-দেবগ্রাম(মুন্সিবাড়ী, পান্না এর ভাড়াটিয়া), পৌরসভা, ৭নং ওয়ার্ড, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়।
অভিযান-০২
অভিযানকালে এসআই(নিরস্ত্র) সুমন কান্তি দে, এএসআই(নিরস্ত্র) মোঃ আলতাব হোসেন, এএসআই(নিরস্ত্র) মোঃ ইকবাল হোসেন-০১ ,এএসআই(নিরস্ত্র) ধীমান বড়ুয়া, এএসআই(নিরস্ত্র) মোঃ মাইন উদ্দিন, এএসআই(নিরস্ত্র) মোঃ ইকবাল হোসাইন-০২, এএসআই(নিরস্ত্র) মোঃ কামরুল হাসান, এএসআই(নিরস্ত্
এসআই মোঃনজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ আখাউড়া থানার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ৮জন আসামী গ্রেফতার করে।
তাদের ১।মাইন উদ্দিন পিতা খেলু মিয়া২।সম্রাট পিতা শহিদ মিয়া৩।রুহুল আমিন পিতা খেলু মিয়া ৪।আনু বেগম স্বামী শহিদ মিয়া গ্রাম বড় গাঙ্গাইল গোপালপুর থানা আখাউড়া।।৫।মোঃ জয়নাল ভুইয়া পিতা মৃত ধন মিয়া গ্রাম টনকি
৬।কালাম মিয়া পিতা মৃত ফয়েজ মিয়া গ্রাম উমেদপুর ৭।মোঃ ফোরকান মিয়া পিতা জহির মিয়া গ্রাম টানমান্দাইল
৮।মোতালেবপিতা আমির হোসেন গ্রাম রুটি থানা আখাউড়া জেলা ব্রাহ্মণবাড়িয়া