পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর শতকে সংকেত জারি।
মোঃনূরে আলম,বরিশাল জেলা প্রতিনিধি।
বরিশাল বিভাগের পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর শতকে সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। গভীর সমুদ্রে সৃষ্টি ঘূর্ণিঝড়ের কারণে দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া ও ভারী বৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের কারণে মোংলা, পায়রা ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। সকল মাছ ধরার ট্রলার ও অন্যান্য নৌযানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে। বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে কিছু কিছু ট্রলার সমুদ্রে বিচরণ করছে,তাদেরকে বিভিন্ন সতর্ক মূলক তথ্য দিয়ে উপকূলের কাছাকাছি থাকার জন্য এবং সমুদ্র থেকে ফিরে আসার জন্য বলা হয় প্রশাসনের পক্ষ থেকে।
সকাল থেকেই উপকূলীয় সকল জেলা উপজেলা গুলোতে আকাশ মেঘাচ্ছন্ন আছে কিছু কিছু জায়গায় হালকা ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। এমতাবস্থায় উপকূলের আশেপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানের সরিয়ে নিয়েছে। সতর্ক সংকেত তুলে না নেওয়া পর্যন্ত উপকূলীয় সকল বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে এবং তাদের নিজ বাসস্থানে না যেতে বলা হয়েছে। সাগর কন্যা কুয়াকাটা ঘুরতে আসা পর্যটকদের নিরাপদ স্থানে থাকতে ও সমুদ্রে না নামতে বারংবার মাইকিং ও টুরিস্ট পুলিশ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে যাতে করে কোন জান মালের ক্ষয়ক্ষতি না হয়। পর্যটকদের সমুদ্রের কিনারায় থাকতে বলা হয়েছে কোন অবস্থাতেই যেন সমুদ্রে না নামে এর জন্য কুয়াকাটা টুরিস্ট পুলিশ বিভিন্ন স্থানে টহল অব্যাহত রেখেছে।