আরিফুর রহমান তীব্র,লক্ষ্মীপুরউপজেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুর জুড়ে সাংগঠনিক ভাবে দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা বৃদ্ধি করার লক্ষ্যে কেন্দ্র থেকে ওয়ার্ড বিএনপির কমিটি গুলো নিবার্চনের মাধ্যমে গঠন করার প্রক্রিয়া শুরু করেছে বিএনপি।তারই ধারাবাহিকতা জেলা পযার্য়ে শুরু হয়েছে দলীয় নিবার্চনী কার্যক্রম।লক্ষ্মীপুর সদর উপজেলার ১০নং চন্দ্রগন্জ ইউনিয়ন বিএনপির আগামী সম্মেলনেকে ঘিরে দলীয় কার্যক্রম এখন জোরদার।
এ প্রেক্ষাপটে ১০নং চন্দ্রগন্জ ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদপ্রার্থী মো:নুরুল হুদা(কালামুন্সি) ছাএ রাজনৈতি থেকে উঠে আসা এই নেতা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনৈতির সাথে নিবিড়ভাবে জড়িত। ক্লিন ইমেজের অধিকারী এই সাবেক বিএনপির নেতা সততা, সাংগঠনিক দক্ষতা ও ত্যাগের পরিচয় দিয়েছেন বিভিন্ন সময়।বর্তমানে তিনি ৯নং ওয়ার্ড বিএনপিকে আরো সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে মাঠে সক্রিয় রয়েছেন।
নেতাকর্মীদের স্বার্থই আমার মূল লক্ষ্য।যদি নেতাকর্মীরা আমাকে সমর্থন করেন,তাহলে আমি ৯ ওয়ার্ড বিএনপিকে একটি মডেল ওয়ার্ড কমিটি গড়ে তুলবো ইনশাআল্লাহ।১০ নং চন্দ্রগন্জ ইউনিয়ন ৯নং ওর্য়াড বিএনপির সভাপতি পদপ্রার্থী
সাবেক সফল সভাপতি মো: নুরুল হুদা( কালামুন্সি) বিগত ২২ বছর থেকে ৯নং ওর্য়াডের সভাপতি দায়িত্ব পালন করে আসছেন । দায়িত্ব পালন করতে গিয়ে ২০১৪ সালে যৌথ বাহিনী হামলা করে তার ঘর বাড়ি ভাঙ্গচুর করে তার বিরুদ্ধে ৪ মিথ্যা মামলা দায়ের করে।
১০নং চন্দ্রগন্জ ইউনিয়ন বিএনপির সদস্য মো:নুরুল হুদা (কালামুন্সি)বলেন আমাকে আনারস মার্কায় ভোট দিয়ে আপনাদের খেদমত করার সুযোগ দিন।