সৌদি আরব প্রবাসী শামসু উদ্দিন তুহিন নিজ অর্থায়নে লক্ষ্মীপুরে হতদরিদ্রদের স্বাবলম্বী করার মানবিক উদ্যোগ
আরিফুর রহমান তীব্র দর উপজেলা প্রতিনিধি লক্ষ্মীপুর।
লক্ষ্মীপুরে বিভিন্ন উপজেলার হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনে পরিবর্তন আনতে নিজস্ব অর্থায়নে ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন জিসান ফাউন্ডেশন।
লক্ষ্মীপুরে বিভিন্ন এলাকার অসহায় ও কর্মহীন পরিবারগুলোকে ক্ষুদ্র ব্যবসা পরিচালনার জন্য আর্থিক সহায়তা, দোকান স্থাপনের সরঞ্জাম, সেলাই মেশিন, কৃষিজ উপকরণ, শিক্ষা সামগ্রী ও চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি, কিছু পরিবারকে গৃহনির্মাণে সহায়তা ও প্রয়োজনীয় প্রশিক্ষণও প্রদান করা হয়েছে।শামসু উদ্দিন তুহিন বলেন,আমি দীর্ঘদিন ধরে প্রবাসে থাকলেও দেশের মাটি, দেশের মানুষ আমার হৃদয়ের খুব কাছের। আমি চাই, লক্ষ্মীপুর এলাকার গরিব মানুষগুলো যেন আত্মনির্ভরশীল হয়ে বাঁচতে পারে। এটাই আমার শান্তি।”
স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের বিশিষ্টজনরা এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, এমন দৃষ্টান্ত অন্যদেরও অনুপ্রাণিত করবে।
এই কার্যক্রমে ইতোমধ্যে বহু পরিবার উপকৃত হয়েছে এবং তারা এখন নিজের পায়ে দাঁড়াতে শুরু করেছে। এলাকাবাসীর মাঝে এই উদ্যোগ ব্যাপক উৎসাহ ও আশার সঞ্চার করেছে।