বিশেষ প্রতিবেদন, দৈনিক প্রভাতী বাংলাদেশ
আজ মগবাজারের আল ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে দলের আমির শফিকুর রহমান বলেন, সেনাবাহিনীর মর্যাদাপূর্ণ অবদান রয়েছে, এবং তাদের বিতর্কিত করা স্বাধীন দেশকে ঝুঁকিতে ফেলবে।
তিনি বলেন, “সেনাবাহিনী আমাদের গর্বের প্রতিষ্ঠান, এ নিয়ে কোনো বিতর্ক তৈরি হওয়া উচিত নয়।”
চলমান পরিস্থিতিকে বিশেষ বলে আখ্যা দিয়ে তিনি অন্তর্বর্তী সরকারকে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানান।
সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ দ্রুত প্রকাশেরও দাবি জানান তিনি, যাতে জনগণের আস্থা ফিরে আসে।
মানবিক করিডর ও চট্টগ্রাম বন্দর নিয়ে দায়িত্বশীল সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান জামায়াত আমির।
জাতীয় নির্বাচন বিষয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টার দেওয়া টাইমলাইন জামায়াত শুরু থেকেই মেনে আসছে এবং সহযোগিতা করছে।
সভায় দলের সিনিয়র নেতারাও উপস্থিত ছিলেন।