বিজয় নগরে মাদকদ্রব্য সহ একজন গ্রে*প্তার
মোঃরইজ উদ্দিন গোলাম রসুল, বিশেষ প্রতিনিধি দৈনিক প্রভাতী বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের শশই উত্তর পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ মে) রাতে চালানো ওই অভিযানে শশই (উত্তর পাড়া) গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে মো. তানভীর মিয়া (৩৫) গ্রেফতার হন। তার বসতঘরে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।