মো রাসেল সরকার গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া মোহাম্মদ আব্দুল আজহার উচ্চ বিদ্যালয় এব্যবস্থাপনা কমিটির সভাপতি ও অন্যান্যদের সদস্যদের প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ মে শনিবার সকাল ১১ ঘটিকায় বিদ্যালয় সম্মেলন কক্ষে নবনির্বাচিত সভাপতি সাইদুর রহমান মহসিন শিকদারের সভাপতিত্বে প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
পরিচিতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাকির হোসেন। এডহক কমিটি সচিব প্রধান শিক্ষক সরদার আব্দুল কাইয়ুম। বাউশিয়া মোঃ আব্দুল আজহার উচ্চ বিদ্যালয় এর সাবেক সভাপতি আমিরুল রহমান হারুন সিকদার। অভিভাবক সদস্য ইঞ্জিনিয়ার মুকবুল আহমেদ রতন।
শিক্ষক প্রতিনিধি মোঃ মোখলেসুর রহমান। বাউশিয়া মোহাম্মদ আব্দুল আজহার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মফিজুল ইসলাম।বাউসিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবাদুল হক। বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ ও স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নবনির্বাচিত সভাপতি বলেন বাউশিয়া মোহাম্মদ আব্দুল্লাহ আজহার উচ্চ বিদ্যালয় এর শিক্ষার মান উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করাই হবে আমার মূল লক্ষ্য। এই স্কুলের ফলাফল শুধু গজারিয়া উপজেলার মধ্যেই ভালো হবে না ইনশাআল্লাহ প্রত্যাশা এবং চেষ্টা থাকবে মুন্সিগঞ্জ জেলার মধ্যেই অন্যতম স্কুল হিসাবে প্রতিষ্ঠিত করা।
তিনি আরও জানান স্কুল শিক্ষার্থীদের কে মাদকমুক্ত রাখার লক্ষ্যে রাতে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি নজরদারি রাখা হবে। ইভটিজিং মুক্ত শিক্ষাঙ্গন নিশ্চিত করতে কঠোর থেকে কঠোরতর নীতি গ্রহণ সহ সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে । অভিভাবক সদস্য গজারিয়া উপজেলা বিএনপি যুগ্ন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুকবুল আহমেদ রতন বলেন বিদ্যালয়ের শিক্ষার উন্নয়নে শিক্ষকদের আন্তরিক সহযোগিতা শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।