সামিনুর ইসলাম, দৈনিক প্রভাতী বাংলাদেশ
নীলফামারীর জলঢাকা বগুলাগাড়ি স্কুল এন্ড কলেজের বিভিন্ন দুর্নীতি অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষিকা মনোয়ারা বেগমের অপসারণের দাবিতে টানা ২৫তম দিনের কর্মসূচি পালন করেছেন ।ওই স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
শনিবার জলঢাকা পৌরশহরের বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজ মাঠে শিক্ষক,শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে স্কুলের মূল ফটকে তালা লাগিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।
এর আগে গত ৩০ এপ্রিল প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে দিনব্যাপী মানববন্ধন করেন তারা। বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আব্দুল হাই সাংবাদিক দের প্রশ্নের জবাবে বলেন প্রধান শিক্ষিকা মনোয়ারা বেগম ২০১৯ খ্রিষ্টাব্দে যোগদান করার পর থেকেই টিউশন ফি, উপবৃত্তি ও আইডি কার্ড দেয়ার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করেন।
এ ছাড়া ভর্তি, রেজিস্ট্রেশন ও টিউশন ফি হিসাব চাইলে তিনি শিক্ষকদের বলেন আমি হিসাব দিতে পারবো না, আপনাদের কি করার আছে করেন, এছাড়াও বিভিন্ন অভিযোগ করেন তিনি।
দশম শ্রেণির শিক্ষার্থী রোহান ইসলাম বলেন, ‘মনোয়ারা ম্যাডাম আমাদের টাকা আত্মসাৎ করেছেন, তাই আমরা সবাই ক্লাস বর্জন করে প্রধান শিক্ষিকার পদত্যাগের দাবিতে স্কুলের মূল ফটকে তালা লাগিয়ে অবস্থান করছি।’
অপরদিকে, নিজের অনিয়ম ও দুর্নীতির বিষয়টি চাপা রাখতে গত ২৯ এপ্রিল ‘পরিকল্পিত ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে’ সংবাদ সম্মেলন করেন প্রাধান শিক্ষক মনোয়ারা বেগম।
গত ২১মে বুধবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে তদন্ত করতে যান, শিক্ষা অফিসার , এসময় সকল ছাত্র ছাত্রী শিক্ষক অবিভাবকরা বলেন আগামী ৫ কর্ম দিবসের মধ্যে ফ্যাসিস দুর্নীতিবাজ মনোয়ারা বেগমের পদত্যাগ চাই না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন ছাত্রছাত্রী ও অভিভাবক বৃন্দ।