বিশেষ প্রতিবেদন
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।
শনিবার দুপুর ১২টা ২০ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ এ তথ্য জানান।
তিনি বলেন, "উনি (ড. ইউনূস) তো চলে যাবেন, এমন কিছু বলেননি। উনি শুধু বলেছেন, আমরা যে দায়িত্ব পেয়েছি, সেটি পালন করতে গিয়ে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছি।"
তিনি আরও যোগ করেন, "এই দায়িত্ব অনেক বড়, দেশের ভবিষ্যৎ এর ওপর নির্ভর করছে। তাই প্রতিবন্ধকতা থাকলেও আমরা আমাদের অর্পিত দায়িত্ব থেকে সরে আসার কথা ভাবছি না।"
উল্লেখ্য, সম্প্রতি উপদেষ্টা পরিষদের ওপর বিভিন্ন মহল থেকে চাপ সৃষ্টি ও প্রতিবন্ধকতার অভিযোগ উঠেছে, যার প্রেক্ষিতে এই মন্তব্য এসেছে বলে ধারণা করা হচ্ছে।