মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি
ফেনী সদর উপজেলার মৌটবী ইউনিয়নের লস্করহাট তেতইয়্যা এলাকায় আবদুল মান্নানের ডেকোরেটর দোকানে পুডে দিয়েছে দুুর্বৃত্তরা।আবদুল মান্নান ফাজিলপুরে শিবপুর গ্রামামের রুহুল আমিনের নতুন বাড়ির হাছানের স্ত্রী নুসরাত হত্যা মামলার স্বাক্ষী হওয়ায় তার দোকান পুড়ে দিয়েছে বলে স্হানীয়রা জানায়।
নুসরাতের বাবা নুর নবী জানান, তার মেয়ে নুসরাত জাহানকে যৌতুকের জন্য তার জামাই হাছান হত্যা করে ফাঁসিতে মারা গেছে বলে প্রচার করে। সেই মামলার স্বক্ষী হয়েছেন ওই এলাকার ডেকোরটর মালিক আবদুল মান্নান। মান্নান কে বুধবার আসামী পক্ষের লোকজন মোবাইল ফোনে হুমকি-ধমকি প্রদান করেন।
বৃহস্পতিবার রাত আনুমানিক ২টা থেকে ২.৩০ মিনিটে আগুন লাগিয়ে তার দোকানে থাকা চেয়ার, টেবিল, ফর্দা, জেনারেটর,ভ্যান গাডিসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।এতে তার প্রায় সাডে ১৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।নুর নবী আরো জানান মামলা করার প্রায় ১ মাস হওয়ার পরও এখন ও কোন আসামী গ্রেফতার হয়নী।বরং আসামীরা বাদীও স্বাক্ষীকে হুমকি – ধনকি অব্যাহত রেখেছেন।মামলার বাদী ও স্বক্ষীরা নিরাপত্তাহীনায় ভুগছেন।