ত্রিশালে তিন দিন ব্যাপী নজরুল জয়ন্তী অনুষ্ঠানের প্রস্তুতি শেষ পর্যায়
উপজেলা প্রতিনিধী, মাহাবুবুল আলম।
ময়মনসিংহ জেলার ত্রিশাল থানায়,নজরুল একাডেমী মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে , জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মদিন উপলক্ষে "নজরুল জয়ন্তী উৎসব"। অনুষ্ঠানটি আগামীকাল বিকাল তিনটায় উদ্বোধন করবেন শিক্ষা উপদেষ্টা সি, আর, আবরার।
কাজী নজরুল ইসলামের বাল্যকালের স্মৃতি বিজড়িত দরিরামপুর স্কুল কে কেন্দ্র করে প্রতি বছর এখানে নজরুল জয়ন্তী উংসব ও মেলার আয়োজন করা হয়।প্রায় ৫০০ স্টল বসেছে এই অনুষ্ঠানে। পরো ময়মনসিংহ বাসী এই অনুষ্ঠানটি বিশেষ উৎসব হিসেবে উপলব্ধি করেন।এই অনুষ্ঠান সম্পর্কে ত্রিশাল থানার এসিল্যান্ড সারাসরি আামাদেরকে বিস্তারিত তথ্য দেন।