হারুন অর রশীদ জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার যমুনা মাঠে অজ্ঞাতনামা অর্ধগলিত লিংগকাটা লাশ উদ্ধার,এলাকায় খুন আতংক বিরাজ করছে,গ্রেফতার শূন্য।পুলিশ সূত্রে জানা গেছে ২২ মে’২৫, সকাল আনুমানিক ৯টা ঘটিকায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানাধীন ১০নং জামজামি ইউনিয়নের যমুনার মাঠে জিকে ক্যানেলের পাশ থেকে এক অজ্ঞাতনামা পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্থানীয়রা মাঠের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। তার পুরুষ লিংগ কাটা,পাশে গামছা,গ্যাস লাইট পড়ে ছিলো। দুর্গন্ধের কারণে মানুষ নাকে কাপড় তুলে।চেহারা বিকৃত। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, যমুনার মাঠের বড় ক্যানালের পাশে একটি তেঁতুল গাছের নিচে মরদেহটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী জামজামী ক্যাম্প পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ইউপি সদস্য আরিফুল ইসলাম জানান, “আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি, মরদেহটি চেনার উপযোগী নয়।
লাশটি উলঙ্গ অবস্থায় চিত হয়ে পড়ে ছিল, শরীর ফুলে দুর্গন্ধ ছড়াচ্ছিল এবং মাথায় পোকা পড়ে গেছে। মরদেহের পরনে ছিল একটি গেঞ্জি ও কোমরে বাঁধা লুঙ্গি, পাশে ছিল একটি গামছা ও একটি গ্যাস লাইট।” এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, বুধবার (২১ মে) সন্ধ্যার আগে জামজামী উত্তরপাড়ার মৃত বারেক মন্ডলের ছেলে চান্দালী গরু চরাতে গিয়ে প্রথম মরদেহটি দেখতে পান। তবে ভয়ে সে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে এবং পরদিন স্থানীয়দের বিষয়টি জানায়।
এরপর ঘটনাটি জানাজানি হলে পুলিশে খবর দেওয়া হয়। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান পিপিএম বলেন, “মরদেহটি অর্ধগলিত অবস্থায় থাকায় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। আমরা পরিচয় শনাক্তের চেষ্টা করছি এবং ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।” এদিকে ঘটনার পরপরই চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোঃ গোলাম মাওলা ঘটনাস্থল পরিদর্শন করেন।প্রশাসনের পক্ষ থেকে মরদেহ শনাক্তের কাজ অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। দুপুরের দিকে লাশ উদ্ধার করে থানায় অতঃপর চুয়াডাঙ্গা মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি এলাকায় খুন আতংক ছড়িয়ে পড়েছে।আলমডাঙ্গা থানার ওসি (ভারপ্রাপ্ত) আরও জানান, প্রাথমিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।