আসাদুল ইসলাম, দৈনিক প্রভাতী বাংলাদেশ
কুষ্টিয়ার ভেড়ামারা পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়, সভাপতি আবু দাউদ সেক্রেটারী মো শফিকুল ইসলাম ডাবলু, ২৩ মে শুক্রবার বেলা ১১টায় ভেড়ামারা সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে, ভেড়ামারা পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ড। সম্মেলনের উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক, কুতুব উদ্দিন আহমেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব, প্রকৌশলী জাকির হোসেন সরকার। ভেড়ামারা পৌর বিএনপির সভাপতি মোঃ আবু দাউদের সভপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম, রেজা আহমেদ বাচ্চু, ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরী, ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. তৌহিদুল ইসলাম আলম, সদস্য সচিব মোঃ শাজাহান আলি প্রমূখ।
সম্মেলনে মোঃ আবু দাউদকে সভাপতি, মোঃ শফিকুল ইসলাম ডাবলুকে সাধারন সম্পাদক ও মনিরুল ইসলাম খানকে সিনিয়র সহ সভাপতি করে ভেড়ামারা পৌর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়।