তোমাকে হারাতে যদি হয় মহসিন আলম মুহিন
তোমাকে হারাতে যদি হয় তাই মনে মনে বড় ভয়,
তোমাকে হারাতে যদি হয় সবই এলোমেলো নিশ্চয়।।
তোমাকে হারাতে যদি হয় কাননে ফুটবে না ফুল,
তোমাকে হারাতে যদি হয় কিছুই রবে না নির্ভুল।।
তোমাকে হারাতে যদি হয় হারিয়ে ফেলবো ভাষা,
তোমাকে হারাতে যদি হয় সৃষ্টি হবে না কিছু খাসা।।
তোমাকে হারাতে যদি হয় হারিয়ে যাবে সংসার,
তোমাকে হারাতে যদি হয় সব ভেঙে হবে চুরমার।।
তোমাকে হারাতে যদি হয় হারিয়ে যাবে ‘গতি,
তোমাকে হারাতে যদি হয় সব থেমে হবে স্থিতি।।
তোমাকে হারাতে যদি হয় যাবে না কখনো বাঁচা,
তোমাকে হারাতে যদি হয় সব কিছু হবে কাঁচা।।
তোমাকে হারাতে যদি হয় হারাবে যে দু’কূল,
তোমাকে হারাতে যদি হয় সব হবে প্রতিকূল।।
তোমাকে যেন হারাতে নাহি হয় হে মহা মহিয়ান,
তোমাতেই যেন হারায় আমার অবুঝ নাদান প্রাণ।।
মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া