বিশেষ প্রতিবেদন
যে দেশের বর্তমান সরকার এখনো আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেনি, সেই আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির গত কয়েক সপ্তাহের কূটনৈতিক তৎপরতা আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
সম্প্রতি তিনি একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক ও সফরে অংশ নিয়েছেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সরাসরি বৈঠক করেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপ করেছেন এবং ইরান ও চীন সফর করেছেন। বেইজিংয়ে আবারও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার দেখা হয় এবং সেখানে তিনি চীন ও পাকিস্তানের প্রতিনিধিদের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনায় অংশগ্রহণ করেন।
অতীতে তালেবান শাসনের সঙ্গে এই দেশগুলোর সম্পর্ক ছিল উত্তেজনাপূর্ণ। এমনকি বর্তমানে আফগানিস্তানের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত পাকিস্তানের সঙ্গেও তাদের সম্পর্ক স্বাভাবিক অবস্থায় নেই। তবে এসব কূটনৈতিক তৎপরতা থেকে বোঝা যায়, তালেবান নেতৃত্বাধীন আফগান সরকার আন্তর্জাতিক সম্পর্ক জোরদারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিশ্লেষকদের মতে, স্বীকৃতি না পাওয়া সত্ত্বেও আফগানিস্তান তাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে আঞ্চলিক প্রভাব বৃদ্ধি ও বৈশ্বিক গ্রহণযোগ্যতা অর্জনের পথে এগিয়ে যাচ্ছে।