1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাম্য ও মানবিকতার ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিবগঞ্জ উপজেলায় ‘সনাতনী সমাবেশ- ২৫’ নাজিরপুরে উপজেলা প্রশাসক ৫৪ পরিবারের মধ্যে দুই বান্ডিল ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন যশোরে বয়স ভিত্তিক ক্রিকেট ক্যাম্প সম্পন্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে ড্রাইভার পদে নিয়োগ-প্রার্থীদের মধ্যে ২৬-০৮-২০২৫ খ্রিঃ গ্যারেজ টেস্টে উত্তীর্ণদের অদ্য রাজশাহী অ্যাসোসিয়েশন ভবনের দোকান দখলের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন : লিটু আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত কামরুজ্জামান মিরপুরে বিএনপি’র সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি’র শুভ উদ্বোধন ধামইরহাটে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন মেরিট কেয়ার একাডেমির উদ্যোগে গোপালগঞ্জে ৪৫০ জন কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান আগামীকাল মাতৃভূমিতে আসছেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ

স্থাপিত হওয়ার ২৪ বছর পরও মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে হয়নি বিশেষ কোন উন্নয়ন

আব্দুর রহমান সোয়েব, দৈনিক প্রভাতী বাংলাদেশ 
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ২৯৯ বার পড়া হয়েছে

আব্দুর রহমান সোয়েব, দৈনিক প্রভাতী বাংলাদেশ 

ভোলার মনপুরা উপজেলায় নারীদের উচ্চশিক্ষার একমাত্র প্রতিষ্ঠান মনোয়ারা বেগম মহিলা কলেজ।

২০০১ সালে এই কলেজটি প্রতিষ্ঠা করেন ভোলা-৪ আসনের তৎকালীন সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর কেন্দ্রীয় নেতা আলহাজ্ব নাজিম উদ্দিন আলম।

কলেজটির নামকরণ করা হয় তার মরহুমা মা মনোয়ারা বেগম-এর নামে।

কিন্তু দুঃখজনকভাবে, কলেজটি প্রতিষ্ঠার ২৪ বছর পেরিয়ে গেলেও আজও এটি রয়ে গেছে অবকাঠামো ও সরকারি সহযোগিতার দিক দিয়ে প্রায় অবহেলিত ও অবজ্ঞাত।

বিশেষ করে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৭ বছরের শাসনামলে এই প্রতিষ্ঠানে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি।

এই কলেজে শিক্ষার্থী রয়েছে প্রায় ২ শতাধিক।

কিন্তু কলেজে রয়েছে মাত্র পাঁচ কক্ষ বিশিষ্ট একতলা একটি ভবন,

এবং চার কক্ষ বিশিষ্ট একটি টিনের ঘর, একতলা ভবনটি রয়েছে প্রায় মেয়াদ উত্তীর্ণ অবস্থায়, মাঝেমধ্যেই ধ্বসে পড়ছে দেওয়ালের প্লাস্টার

গত ২৪ বছরে সরকারি অর্থায়নে ভবনটি মেরামত হয়েছে মাত্র একবার, এর বেশি হয়নি বিশেষ কোন উন্নয়ন।

স্থানীয়দের অভিযোগ,এই কলেজটি যেহেতু একজন বিএনপি নেতার উদ্যোগে প্রতিষ্ঠিত, তাই রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এটি উন্নয়ন বঞ্চিত রাখা হয়েছে।

সরকারের উন্নয়নের ধারা যখন দেশব্যাপী বিস্তৃত, তখন দ্বীপ উপজেলা মনপুরার একমাত্র মহিলা কলেজ উন্নয়নের ছোঁয়া না পেয়ে পড়ে রয়েছে পিছিয়ে।

একজন অভিভাবক বলেন,“আমার মেয়ে কলেজে পড়ে। কিন্তু সেখানে নেই ভালো ভবন, ২৪ বছরেও কেউ নজর দেয়নি কলেজের দিকে।

আমরা মনে করি, শুধু রাজনৈতিক কারণে এই কলেজকে বঞ্চিত করা হয়েছে।”

একজন শিক্ষার্থী বলেন,“আমরা তো রাজনীতি বুঝি না। আমরা শুধু পড়াশোনা করতে চাই। কিন্তু সুযোগ-সুবিধা না থাকায় আমাদের কষ্ট হয়।”

মনোয়ারা বেগম মহিলা কলেজের অধ্যক্ষ: জনাব মাহবুবুল আমল শাহীন বলেন মূলত একজন সাবেক সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নেতা আলহাজ্ব নাজিমুদ্দিন আলমের মায়ের নামে কলেজ প্রতিষ্ঠিত হওয়ার কারণেই মনোয়ারা বেগম মহিলা কলেজের উন্নয়নের দিকে বিগত দিন নজর দেয়নি আওয়ামী সরকার,এবং স্থানীয় নেতা কর্মীগন।

তিনি আরও বলেন যদি একজন সাবেক এমপির মায়ের নামে কলেজ হওয়ায় বছরের পর বছর উন্নয়ন থেকে বঞ্চিত থাকে মনপুরা নারী উচ্চশিক্ষার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান মনোয়ারা বেগম মহিলা কলেজ,

তবে সেটা নারী শিক্ষা নয়, রাজনৈতিক প্রতিহিংসার স্পষ্ট প্রতিচ্ছবি।

বিশ্লেষকগন বলেন:নারী শিক্ষার প্রসারে দলমতের ঊর্ধ্বে উঠে কাজ করা জরুরি। মনোয়ারা বেগম মহিলা কলেজ শুধু একজন রাজনীতিবিদের প্রতিষ্ঠান নয়,এটি দ্বীপ অঞ্চলের শত শত নারীর ভবিষ্যতের ভিত্তি।

আওয়ামী সরকারের উচিত ছিলো, রাজনৈতিক বিবেচনার বাইরে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এর প্রতি দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি নেওয়া।

কলেজটির প্রতিষ্ঠাতা আলহাজ্ব নাজিমুদ্দিন আমল স্থানীয় বক্তব্যের মাধ্যমে বলেন মনপুরার মানুষ যদি আগামী সংসদ নির্বাচনের মাধ্যমে তাকে আবার জয়যুক্ত করেন, তিনি সবসময় মনপুরা হাতদরিদ্র মানুষের পাশে থাকবেন। জনগণের হয়ে উন্নয়নে কাজ করে যাবেন।

সকল শিক্ষা প্রতিষ্ঠানকে গড়ে তুলবেন রাজনীতি মুক্ত,এবং মনপুরায় নারী শিক্ষায় থাকবে বিশেষ অগ্রধিকার,তিনি জনগণকে আশা দিয়েছেন

সময়ের সাথে সাথে মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজ হয়ে উঠবে নারী উচ্চ শিক্ষার সর্বোচ্চ উন্নত শিক্ষা প্রতিষ্ঠান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট