বি. এম. আশিক হাসান, জ্যেষ্ঠ প্রতিবেদক:
গাজীপুরের কোনাবাড়ীর বাইমাইলে জমে উঠেছে হস্ত ও কুটির শিল্প বাণিজ্য মেলা ২৩ এপ্রিল ২০২৫ থেকে এমেলা শুরু হয়েছে রাতে ৪৫টি অধিক স্টল রয়েছে, বিনোদনের জন্য আছে সার্কাস খেলা, নাগরদোলা, দোলনা নৌকা, ভূতের বাড়ি, শিশুদের জন্য নানান রকমের আইটেম।
হস্ত্র ও কুটির শিল্প বাণিজ্য মেলার আয়োজক মোঃ কামাল হোসেন তার বক্তব্যে তিনি বলেন এ বাণিজ্য মেলা একটি পরিচ্ছন্ন পরিবেশে চলমান আছে। শিশু বৃদ্ধ সকল বয়সের মানুষের চাহিদা অনুযায়ী বিনোদনের বিভিন্ন রকমের আইটেম চালু আছে। গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরতে হস্ত ও কুটির শিল্প বাণিজ্য মেলা গুরুত্ব অপরিসীম। মানুষের মনের মাধুরী দিয়ে হস্ত ও কুটির শিল্প তৈরি হয়। তিনি সেই মেলাকেই মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছেন। তিনি বিশ্বাস করেন যে এই মেলার মাধ্যমে মানুষের বিনোদন একটি নতুন মাত্রা যোগ হবে। মানুষের ভাগ্য পরিবর্তনে প্রতিদিন পুরস্কারের সমন্বয় লাকী কুপনের মাধ্যমে লটারি করার সঙ্গে সঙ্গে পুরস্কার বিতরণ করা হয় বলে তিন জানান, তিনি আরও বলেন শিশুদের মানসিকতার বিকাশে প্রয়োজন বিনোদন সেই বিনোদনের কেন্দ্রবিন্দু হিসেবে এই মেলা মনের খোরাক গোছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।