হামিদুর রহমান সাপাহার, দৈনিক প্রভাতী বাংলাদেশ
“প্রকৃতির সাথে সামঞ্জস্য এবং টেকসই উন্নয়ন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে বিশ্ব জীববৈচিত্র্য দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার মধইল উচ্চ বালিকা বিদ্যালয়ে এ উপলক্ষে রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটির আয়োজন করে পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থা। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সোহানুর রহমান সবুজ। স্বাগত বক্তব্য দেন সংস্থার সভাপতি ফরহাদ হোসেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবাদুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় উদ্বুদ্ধ করেন। আলোচনায় অংশ নেন সহকারী শিক্ষক আল-ফারুক, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ এবং স্থানীয় ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সংস্থার সহ-সাধারণ সম্পাদক শামিম রেজা।আয়োজকরা জানান, আগামী প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতেই তাদের এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।