1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০২:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় নাগেশ্বরীতে প্রস্তুতিমূলক আলোচনা  কবিতা কিওর-এর জলজ সমৃদ্ধি প্রকল্পের নিরাপদ সুপেয় পানি পান করছেন শতাধিক লোক বৃটেনে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের জার্সি উন্মোচন শ্রীমঙ্গলে স্কুল থেকে ফেরার পথে ছড়ার পানিতে ডুবে তৃতীয় শ্রেণীর ছাত্রীর মৃ,ত্যু জামালপুরে শিশু কল্যাণ বিষয়ক পরিকল্পনা সভা অনুষ্ঠিত বরিশাল ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন লেমুয়া ইউনিয়ন যুবলীগ নেতা শংকর শীলের বিরুদ্ধে অভিযোগ অসহায় পরিবারের পাশে জিসান ফাউন্ডেশন নাগরপুর থানার ওসি রফিকুল ইসলাম পেলেন টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ পুলিশ পদক

শ্রীমঙ্গলে স্কুল থেকে ফেরার পথে ছড়ার পানিতে ডুবে তৃতীয় শ্রেণীর ছাত্রীর মৃ,ত্যু

আবদাল মিয়া, দৈনিক প্রভাতী বাংলাদেশ 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

আবদাল মিয়া, দৈনিক প্রভাতী বাংলাদেশ 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৫ নং কালাপুর ইউনিয়নের মাজদিহি পাহাড়ের জনৈক রমজান মিয়ার ৯ বছর বয়সী রেহানা আক্তার নামে এক শিশু কন্যা ভৈরবগঞ্জ বাজারের শাহজালাল কেজি স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী পানিতে ডুবে মারা গেছে।

স্থানীয় ও পুলিশের সূত্রে জানা যায়,মাজদিহি রমজান মিয়ার ৯ বছর বয়সী রেহানা আক্তার শিশু কন্যা ভৈরবগঞ্জ বাজারে শাহজালাল কেজি স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী, সাময়িক পরীক্ষা শেষে স্কুল থেকে দুপুর পৌনে ১২টায় ফেরার পথে নিখোঁজ হয়।ধারনা করা হচ্ছে যে বাঁশের সাঁকো থেকে পা পিছলে পড়ে গিয়ে পানির স্রোতে ভাসিয়ে নিয়ে গেলে তার মৃত্যু হতে পারে ।

স্কুল থেকে বাড়িতে ফিরতে দীর্ঘ সময় অতিবাহিত হলে মেয়েটির মা তাকে খুঁজতে আসে।

স্কুল এবং সহপাঠীদের কাছে তার কোন খোঁজ না পেয়ে তারা ছড়ার আশেপাশে সন্ধান করে তার ব্যবহৃত ব্যাগ এবং বই এর সন্ধান পেলেও মেয়েটির সন্ধান তাৎক্ষণিক পাইনি।

এ সময় বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ছড়াতে প্রচন্ড পানির স্রোত ছিল।মেয়েটি নিখোঁজের ঘটনার সংবাদ শোনার পর পর শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম সেলিম,এসআই আব্দুর রহিম জিবান, এস আই সাইদুর রহমানসহ পুলিশের একটি টিম এবং ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ সময় তল্লাশি চালিয়ে অবশেষে বিকাল ৫টার দিকে কালাপুর আনসার ক্যাম্পের সংলগ্ন শাওন ছড়ার ভাটির দিক থেকে নিখোঁজের প্রায় পাঁচ ঘন্টা পর মেয়েটির মৃতদেহ স্থানীয়রা উদ্ধার করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মতলিব জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক, মাত্র ৯ বছর বয়সী মেয়েটি প্রাণ হারিয়েছে। পানিতে পড়ে নিখোঁজের এ ঘটনা শুনার পর শ্রীমঙ্গল থানার পুলিশ এবং ফায়ার সার্ভিসের লোকজনসহ এলাকাবাসী দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর অবশেষে আনসার ক্যাম্পের সংলগ্ন ছড়া থেকে মেয়েটির মৃতদেহ উদ্ধার করেছে।

অপরদিকে ঘটনাস্থলে উপস্থিত শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম সেলিম আমার সিলেটকে জানান, ঘটনাটি দুঃখজনক, অনেক খোঁজাখুঁজির পর মরদেহ উদ্ধার করা হয়েছে, শিশুর অভিভাবকের সাথে কথাবার্তা বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো বলেন, যেহেতু পাহাড়ি অঞ্চলে বৃষ্টির পর হঠাৎ ছড়াগুলোতে পানির স্রোত বেড়ে যায় এ অবস্থায় সবাই ছোট বাচ্চা ও বয়স্কদের প্রতি খেয়াল রাখা উচিত, যাতে এরকম ঘটনা আর না ঘটে।

উল্লেখ্য গত বছরেও এই মৌসুমে একই ছড়ার উজান দিকে এক বয়স্ক নারীর মৃত্যু ঘটেছিল পাহাড়ী স্রোতে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট